ইসরাইলে হাইপারসনিক ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: রাষ্ট্রীয় টিভি

অনলাইন ডেস্ক: ইসরাইল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে নতুন করে হামলা চালিয়েছে। যদিও ইসরাইলি সেনাবাহিনী এ ধরনের কোনো হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘সেজ্জিল-২’ নামের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। তারা এটিকে ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানের অংশ বলে দাবি করেছে।

এর আগে ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছিল, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, ইসরাইল পাল্টা হামলায় তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড জানিয়েছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্ব শহরতলীতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে তেহরানের বিভিন্ন অংশ।

বিবিসির খবরে বলা হয়েছে, তেহরানের লাভিজান এলাকায়ও হামলার ঘটনা ঘটেছে। কারাজ শহরসহ তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা।’

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরাইল হামলা চালিয়েছে। এগুলো হলো—টেহরান রিসার্চ সেন্টার ও টিইএসএ কারাজ। এই কেন্দ্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত সেন্ট্রিফিউজ তৈরি করে, যা পারমাণবিক বিদ্যুৎ এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।

টেহরান রিসার্চ সেন্টারে অ্যাডভান্সড সেন্ট্রিফিউজ তৈরির একটি ভবনে হামলা হয়েছে। কারাজের দুটি ভবন ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েও হামলা চালিয়েছে ইসরাইল। বিশ্ববিদ্যালয়টি ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস’ জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৫৮৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৩২৬ জন। নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক মানুষ এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।

তবে ইরান সরকার সর্বশেষ গত সোমবার হতাহতের সংখ্যা জানিয়েছে। তখন বলা হয়েছিল, ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত হয়েছেন। এরপর আর কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান এই সংঘর্ষে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক মহল এখন গভীর উদ্বেগে নজর রাখছে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতির দিকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পরকীয়ার জেরে ইমামকে ডেকে নিয়ে কুপিয়ে জখম, জানা গেলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে পরকীয়ার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (১২ মে:) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার রাজগঞ্জ জামতলা মোড়ে এ

১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডেই মিলবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেয়া হবে। হাতে লেখা কার্ডে আর পণ্য দেয়া

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৫০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৮ হাজার ৩০০।

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২জন

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ১৫ অক্টোবর ২০২৪ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর

বিএনপির চেয়েও বড় বিএনপি তারা কিন্তু….

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়েও বড় বিএনপি হিসাবে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন। বিএনপির চেয়েও বেশি কট্টর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। তারেক জিয়ার প্রতি আনুগত্য দেখাচ্ছেন

আবুধাবির রাস্তায় পানিতে তলালো গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: গেল কয়েকদিনে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে। দুর্যোগের দুঃসময়ে অনেকেই বাড়িয়েছেন সাহায্যের হাত। তেমনি এক খবর জানিয়েছে গালফ নিউজ। তারা