ইসরাইলে হাইপারসনিক ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: রাষ্ট্রীয় টিভি

অনলাইন ডেস্ক: ইসরাইল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে নতুন করে হামলা চালিয়েছে। যদিও ইসরাইলি সেনাবাহিনী এ ধরনের কোনো হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘সেজ্জিল-২’ নামের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। তারা এটিকে ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানের অংশ বলে দাবি করেছে।

এর আগে ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছিল, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, ইসরাইল পাল্টা হামলায় তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড জানিয়েছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্ব শহরতলীতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে তেহরানের বিভিন্ন অংশ।

বিবিসির খবরে বলা হয়েছে, তেহরানের লাভিজান এলাকায়ও হামলার ঘটনা ঘটেছে। কারাজ শহরসহ তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা।’

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরাইল হামলা চালিয়েছে। এগুলো হলো—টেহরান রিসার্চ সেন্টার ও টিইএসএ কারাজ। এই কেন্দ্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত সেন্ট্রিফিউজ তৈরি করে, যা পারমাণবিক বিদ্যুৎ এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।

টেহরান রিসার্চ সেন্টারে অ্যাডভান্সড সেন্ট্রিফিউজ তৈরির একটি ভবনে হামলা হয়েছে। কারাজের দুটি ভবন ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েও হামলা চালিয়েছে ইসরাইল। বিশ্ববিদ্যালয়টি ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস’ জানিয়েছে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৫৮৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৩২৬ জন। নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক মানুষ এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।

তবে ইরান সরকার সর্বশেষ গত সোমবার হতাহতের সংখ্যা জানিয়েছে। তখন বলা হয়েছিল, ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত হয়েছেন। এরপর আর কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান এই সংঘর্ষে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক মহল এখন গভীর উদ্বেগে নজর রাখছে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতির দিকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে ব্যবসায়ীকে নির্যাতন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল

পুকুরে দেয়াল তুলছে বিএসএফ, টহল বৃদ্ধি বিজিবির কুমিল্লা সীমান্ত

নিজস্ব প্রতিবেদক: এবার কুমিল্লা সীমান্তে পুকুরের মধ্যে দেয়াল তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে

সুস্থ হয়ে রনি বললেন, ডাক্তার হলো দ্বিতীয় বিধাতা

গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে কৌতুক অভিনেতা রনি, পুলিশ কনস্টেবল জিল্লুরসহ পাঁচজন

গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। আর উত্তর গাজায়

কাল থেকে অনলাইনে জামিননামা, এক ক্লিকে চলে যাবে সংশ্লিষ্ট কারাগারে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ

একজন মন্ত্রী যদি ফোন দেয়, আমি কী বলতে পারি: ইমন

নতুন এক বিষয়ে টক অভ দ্যা টাউন হয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ফাঁস হওয়া সেই কথোপকথনে রীতিমতো অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন