আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলকে যেসব দেশ সহায়তা করবে তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইসরাইলকে ইরান আক্রমণের জন্য কোনো দেশ তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিলে তারা ইরানের কাছ থেকে কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে মন্ত্রী আশতিয়ানির বরাত দিয়ে বলা হয়েছে, যে কোনো দেশ ইরানে হামলার জন্য ইসরায়েলের জন্য তার আকাশসীমা বা ভূমি উন্মুক্ত করলে তারা আমাদের পক্ষ থেকে নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া পাবে।
এদিকে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যারেজ উৎক্ষেপণ করেছে ইরান।
ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দেশের আকাশসীমায় পৌঁছানোর আগেই ইরানের ড্রোনগুলো আটকানোর চেষ্টা করছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.