ইরানে হামলার আগাম অনুমতির তদবিরে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ফের উদ্বেগ দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগাম সামরিক অনুমতি আদায়ের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ উদ্দেশ্যে তিনি রোববার ওয়াশিংটন পৌঁছেছেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু। ইসরাইলের এক শীর্ষ কর্মকর্তার বরাতে জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

ওই কর্মকর্তা জানান, নেতানিয়াহুর মূল লক্ষ্য লেবাননের ক্ষেত্রে যেভাবে আগাম অনুমোদন দেওয়া হয়েছিল, তেমনই অনুমতি আদায় করা—যাতে পারমাণবিক স্থাপনায় সন্দেহজনক তৎপরতা ধরা পড়লেই ইরানকে লক্ষ্য করে তাৎক্ষণিক হামলা চালানো সম্ভব হয়।

তিনি আরও বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করতে পারে, সেজন্যই এই ব্যবস্থা। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সহযোগিতা না করায় ইরানের ওপর আগের মতো কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়েও জোর দেবেন নেতানিয়াহু।

সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে আইএইএ-র পরিদর্শকরা ইরান ত্যাগ করেন এবং ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্থাটির সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ফোর্দোর পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ঘটনার বিস্তারিত জানা না গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে।”

নেতানিয়াহুর এ সফর গাজা যুদ্ধবিরতিতেও অগ্রগতি আনতে পারে বলে মনে করছেন অনেকে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইসরাইল-হামাস পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। রোববার দোহায় প্রায় সাড়ে তিন ঘণ্টা আলোচনা হয় দুই পক্ষের মধ্যে, যেখানে মধ্যস্থতা করছে কাতার ও মিসর।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, আলোচনায় কিছু তথ্য বিনিময় হলেও যুদ্ধবিরতি বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে সোমবার আবার আলোচনা বসবে এবং বাধাসমূহ নিরসনে আলাদা বৈঠক করবে মধ্যস্থতাকারীরা।

হামাস একে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখলেও মতবিরোধ এখনো প্রকট। হামাসের দাবি, ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার ও গাজায় স্থায়ী শান্তির নিশ্চয়তা ছাড়া সমঝোতা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, “আমরা তিনটি লক্ষ্যে অটল—সব জিম্মিকে জীবিত বা নিহত অবস্থায় ফিরিয়ে আনা, হামাসের সামরিক শক্তি ধ্বংস করা এবং গাজাকে ইসরাইলের জন্য আর কখনো হুমকি না হতে দেওয়া।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত বর্তমান ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টা

সিরাজগঞ্জের চৌহালীতে বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া ইউপির উদ্যোগে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনা

সিরাজগঞ্জে জাপানি কোম্পানির মালামাল চুরির প্রতিবাদে সিকিউরিটি কর্মীকে কুপিয়ে জখম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাপানি কোম্পানি আইএইচআই’র প্রকল্প এলাকা থেকে দীর্ঘদিন ধরে মালামাল চুরির ঘটনা ঘটছে। এসব অনিয়মে বাধা দেওয়ায় সিকিউরিটি সুপারভাইজার মাসুদ রানা (৩১)

গাজায় ফের ইসরায়েলি হামলা, ১৩৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬২৫ জন।

গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক, অনুমতি নেই প্রবেশের

অনলাইন ডেস্ক: গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয় থেকে কোনো অংশে কম নয়। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, উপত্যকার প্রতি তিনজনের দুজন দুর্ভিক্ষের মধ্যে আছে। সেখানে দুর্ভিক্ষ এক অপ্রত্যাখ্যানযোগ্য

রাজধানীতে হাতুড়িপেটা করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকায় পারিবারিক কলহের জেরে মাকসুদা খানম (২৬)। নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত