
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আগুন উৎসবের আগে ঘরে ঘরে চলছে আতশবাজি ফোটানোর আয়োজন। গত ১০ দিনে ইরানে আতশবাজি বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ৯১ জন আহত হয়েছে।
শনিবার (২ মার্চ’) ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের মেডিকেল ইমার্জেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফর মিয়াদফারকে উদ্ধৃত করে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আহতের সংখ্যা ৫৭ শতাংশ বেড়েছে।
মিয়াদফার জানিয়েছেন, আতশবাজি বিস্ফোরণে রাজধানী তেহরানে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া পশ্চিম আজারবাইজান প্রদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যে ১৫ জনের অঙ্গহানি, ৩১ জন চোখে আঘাত এবং ৪১ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
খবরে বলা হয়েছে, ইরানের ঐতিহ্যবাহী আগুন উৎসবের আগের দিনগুলোতে আতশবাজির কারণে সৃষ্ট দুর্ঘটনা বেশি ঘটে থাকে। আগামী ১২ মার্চ দেশটিতে পালিত হবে আগুন উৎসব।’