অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন বলে রয়টার্সের সংবাদ প্রচারিত হয়। উভয়ের মধ্যে নতুন পারমাণবিক আলোচনায় অগ্রগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে আব্বাস আরাগচি বলেন, ‘আলোচনা এগিয়ে চলছে। আমরা যত এগোচ্ছি, তত বেশি পরামর্শ ও পর্যালোচনার প্রয়োজন দেখা দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে প্রতিনিধিদলগুলোর আরো সময় লাগছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ইতিবাচক অগ্রগতির পথে রয়েছি।’
রোববার ওমানে অনুষ্ঠিতব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেছেন, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চান না। যুক্তরাষ্ট্র তাদের এই কথায় আস্থা রাখে।
চতুর্থ দফার এই আলোচনা ৩মে ইতালির রাজধানী রোমে হওয়ার কথা ছিল। ‘ব্যবস্থাপনা জটিলতার কারণে’ তা স্থগিত করা হয়েছিল বলে জানিয়েছে ওমান। আলোচনায় মূলত ওমানই মধ্যস্থতা করছে।
শুক্রবার এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আল–বুসাইদি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের সম্মতিতে’ রোববার ওমানের রাজধানী মাসকটে চতুর্থ দফার আলোচনার নতুন তারিখ ঠিক করা হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.