
অনলাইন ডেস্ক: ইরানের সমর্থনে ইরাকে হাজার হাজার মানুষের বিক্ষোভ করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাগদাদের সদর সিটিতে তারা এ বিক্ষোভ করেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন। অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে এমনটাই দেখা গেছে।
সদর সিটি, যেটি “বিপ্লব নগরী” নামেও পরিচিত, এটি ইরাকের রাজধানী বাগদাদের একটি উপশহর। এলাকাটির জনসংখ্যা ১০ লাখের বেশি, যাদের অধিকাংশই শিয়া মুসলিম।,
এই এলাকার নামকরণ করা হয়েছে জনপ্রিয় শিয়া নেতা ও মিলিশিয়া কমান্ডার মুকতাদা আল-সদরের নামে—যিনি ইরানের শাসক ধর্মীয় নেতাদের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক হিসেবে পরিচিত।,