আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। রবিবার তেহরানে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সমর্থনের কথা জানান। খবর জিও নিউজের।
ইরানি প্রেসিডেন্টের দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান ও ইরানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি বার্ষিক বাণিজ্য ৮ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুই দেশ।
এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। একই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.