অনলাইন ডেস্ক: জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো ধ্বংস করা কঠিন। এই স্থাপনাটি মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে অবস্থিত। বুধবার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে একথা জানায়।
বিবিসি রেডিও ফাইভের সাথে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে।
অলব্রাইট ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা।
তার মতে, ‘এখন যেখানে ইসরাইল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরাইল ওই স্থাপনা দীর্ঘসময়ের জন্য বন্ধ করাতে পারে। আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে।’
অ্যালব্রাইট ইরানের পারমাণবিক স্থাপনা ফর্দোকে অন্যতম প্রধান শক্তিশালী পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে একটি। তিনি বলেন, এটি একমাত্র স্থাপনা নয় এবং তাই এটিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়।
ফর্দো প্রাথমিকভাবে ২০০০-এর দশকের গোড়ার দিকে ইরানের ক্র্যাশ পারমাণবিক অস্ত্র কর্মসূচির সময় তৈরি করা হয়েছিল।
ইরান ফর্দো পারমাণবিক স্থাপনা তৈরি করেছে দেশটি পরমাণু কর্মসূচির অংশ হিসেবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.