ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল

অনলাইন ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, এ বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একাধিক গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য পিছিয়ে দিতে পারে, তবে এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস, ইসরায়েল সরকার, সিআইএ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না।

তিনি আরও বলেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় বসতে ইচ্ছুক, তবে ইরান রাজি না হলে তিনি হয়তো অপেক্ষা করবেন না।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জানুয়ারির শুরুর দিকে প্রকাশিত এক বিস্তৃত গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইসরায়েল ফোরডো ও নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে।

গোয়েন্দা তথ্যের সঙ্গে জড়িত বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল গত অক্টোবরে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য বোমা হামলা চালিয়েছে এবং এখন দেশটিতে পরবর্তী হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটন পোস্ট এসব কর্মকর্তার নাম প্রকাশ করেনি।’

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি চুক্তিকে অগ্রাধিকার দেবেন। তিনি বিশ্বাস করেন, ইরান যুদ্ধের পরিবর্তে আলোচনাকে গুরুত্ব দেবে।

ট্রাম্প আরও বলেন, সবাই মনে করছে, আমাদের অনুমোদন বা সহায়তায় ইসরায়েল ইরানে হামলা চালাবে। তবে আমি চাইব না এমন কিছু ঘটুক।

উল্লেখ্য, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা চুক্তি করেছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় শুরু করে, যা আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানুয়ারিতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জেনেভায় পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর উপায় খুঁজতে বৈঠক করেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও ইরান ইতোমধ্যে একাধিকবার পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি ইসরায়েল ইরানে সামরিক হামলা চালায়, তবে তা গোটা অঞ্চলে বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে।’

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট, রয়টার্স

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাড়ায়-মহল্লায় দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে’ শীলকূপে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে বক্তারা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মহল্লা পাড়া মার্কেটস্থ ময়দানে সহযোগী সদস্য সমাবেশ সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৫ অক্টোবর) রাতে

পাকিস্তানের আকাশে ৪৬ মিনিট উড়ল ভারতের প্রধানমন্ত্রী মোদির বিমান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে চার দশক পর পোল্যান্ড সফর করেছেন নরেন্দ্র মোদি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেছেন তিনি। সেখান

ত্রাণ সহায়তা নিয়ে কুমিল্লায় রাজশাহী কলেজের শিক্ষার্থীরা

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতা এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে অবস্থান করছেন রাজশাহী কলেজের একদল

সুপ্রীম কোর্ট বার নির্বাচনের ফল প্রকাশ’

ঠিকানা টিভি ডট প্রেস: নানা নাটকিয়তার পর অবশেষে মধ্যরাতে ঘোষণা করা হলো সুপ্রীম কোর্ট বার নির্বাচনের ফলাফল। সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগপন্হি সাদা

ধানমন্ডিতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বুধবার (২১ আগস্ট’) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা

উল্লাপাড়ায় ভণ্ড কবিরাজের ফাঁদে নিঃস্ব হাজার হাজার মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাটিতে ঘর আঁকিয়ে ঘরের ভিতরে জায়নামাজ বিছিয়ে কাচের গ্লাসে আতর পানি রেখে এবং সেই পানির উপরে মৃত ব্যক্তির হার-মাথা রেখে ধুপ শালা ও