অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৭৪ জনের বেশি।
জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) রোববার জানিয়েছে, দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। নৌকাটিতে থাকা ১৫৪ যাত্রীর সবাই ইথিওপীয় নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি।
আইওএম-এর ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, দুর্ঘটনার পর ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খানফার জেলার উপকূলে ভেসে এসেছে ৫৪ জনের মরদেহ, অন্য ১৪ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
জাঞ্জিবার শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক আবদুল কাদের বাজামিল জানিয়েছেন, শহরের শাকরা এলাকায় নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে, যদিও প্রতিকূল আবহাওয়া উদ্ধারকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পাড়ি জমানোর এই সমুদ্রপথ দীর্ঘদিন ধরে অভিবাসীদের জন্য একটি সাধারণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবেই পরিচিত।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর এই রুটে অভিবাসনের প্রবণতা আরও বেড়ে যায়। যদিও ২০২২ সালে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর একটি যুদ্ধবিরতি কার্যকর হলে সহিংসতা কিছুটা কমে আসে।
আইওএম-এর তথ্যমতে, সোমালিয়া ও ইথিওপিয়ার মতো সংঘাতপীড়িত দেশ থেকে অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রুটে যাত্রা করে থাকেন। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় লোহিত সাগর পার হওয়ার সময় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
সূত্র: আল জাজিরা
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.