অনলাইন ডেস্ক: ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
কেরালার বাসিন্দা প্রিয়া ২০০৮ সালে নার্স হিসেবে ইয়েমেনে পাড়ি জমান এবং কয়েকটি হাসপাতালে চাকরি করার পর নিজেই একটি ক্লিনিক পরিচালনা শুরু করেন। ইয়েমেনি আইনের অধীনে বিদেশিদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্থানীয় অংশীদারের প্রয়োজন হয়, যার ধারাবাহিকতায় ২০১৪ সালে তিনি তালাল আবদো মাহদি নামে এক ইয়েমেনি নাগরিকের সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে ওই অংশীদারের সঙ্গে প্রিয়ার সম্পর্কের অবনতি ঘটে এবং প্রিয়া তার বিরুদ্ধে অভিযোগ করেন। এ নিয়ে ২০১৬ সালে মাহদি গ্রেপ্তার হলেও তিনি পরবর্তীতে জামিনে মুক্ত হন। এরপরও তিনি প্রিয়াকে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ প্রিয়া পরিবারের।
প্রিয়ার পরিবারের দাবি, মাহদির হুমকি থেকে রক্ষা পেতে এবং জব্দ থাকা নিজের পাসপোর্ট উদ্ধারের উদ্দেশ্যে প্রিয়া তাকে ঘুমের ওষুধ ইনজেকশন দেন। কিন্তু অতিরিক্ত মাত্রার কারণে মাহদির মৃত্যু ঘটে। দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে প্রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং ২০১৮ সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে বিচারিক আদালত। পরবর্তীতে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ২০২৩ সালের নভেম্বরে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে।
উল্লেখ্য, ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি ইতোমধ্যে তার মৃত্যুদণ্ড অনুমোদন দিয়েছেন। ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কেরালা রাজ্য সরকার প্রিয়ার প্রাণভিক্ষার জন্য চেষ্টা চালিয়ে গেলেও এখনও কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.