
ভি কে জয়,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরে পলাশ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখের ছোট ভাই মোস্তাফা শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ মোস্তফা শেখকে আটক করে পুলিশ। আটককৃত মোস্তফা পৌর এলাকার চরচালা গ্রামের মৃত জালাল শেখ ছেলে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, পলাশ মার্কেটের সামনে ইয়াবা বিক্রি হচ্ছিলো এমন সংবাদের ভিত্তিতে ২৬ পিছ ইয়াবাসহ মোস্তফাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে আদালতের মাধ্যমে তাকে জেলা প্রেরণ করা হবে।