
সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫’-এ চ্যাম্পিয়ন হওয়া সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়েরা। বয়সভিত্তিক ক্রিকেট থেকে ঝরে পড়া প্রতিভাবান খেলোয়াড়দের জন্য নতুন করে গড়ে তোলার লক্ষ্যে বিসিবি এ টুর্নামেন্টের আয়োজন করে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে রাজশাহী বিভাগের আটটি জেলা দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়।
গত বুধবার (৬ আগস্ট) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সিরাজগঞ্জ জেলা দল আগে ব্যাট করে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী জেলা দল সবকটি উইকেট হারিয়ে ১০৫ রানেই গুটিয়ে যায়। ফলে ৫৭ রানের বড় জয় নিয়ে ট্রফি জিতে নেয় সিরাজগঞ্জ জেলা দল।
এর পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা দল রাজশাহী থেকে বাসযোগে সিরাজগঞ্জ নিউ মার্কেট মোড়ে পৌঁছালে তাদের সংবর্ধনা জানানো হয়। প্রেসক্লাব সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেটাররা খেলোয়াড়দের মিষ্টিমুখ করান এবং প্রত্যেকের হাতে রজনীগন্ধার স্টিক ও ফুলের তোড়া তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন, রেজাউল করিম খোকন, আলী নেওয়াজ চৌধুরী, মাস্টার সেলিম খান, হালিম বাবু, মিরনসহ আরও অনেকে।
চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়রা হলেন-
খায়রুল আমিন নেহাল, আনান খান নিরব, আদনান খান নির্ঝর, সজিব হোসেন, আবিদ হাসান, বকুল শেখ, নাজিউর রহমান রোমেল, আরিফ হাসনাত চৌধুরী, সাগর জামান, শেখ আম্মার হোসাইন, জাহিদ হাসান, কাওছার শেখ, রিয়াদুজ্জামান রিফাত ও রাফিউল ইসলাম।
দলের প্রশিক্ষক ছিলেন বিসিবির সিরাজগঞ্জ জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন এবং ম্যানেজার ছিলেন আনোয়ারুল ইসলাম আজিম।
এই অর্জনে জেলাজুড়ে ক্রীড়ানুরাগীদের মাঝে গর্ব ও আনন্দের আবহ তৈরি হয়েছে।