নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে ৬৩ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুলসহ পরীক্ষার উপকরণ তুলে দেন এবং সভাপতির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল জলিল তালুকদার। এসময় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম খান, খামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সহকারী শিক্ষক হাফেজ সেরাজুল ইসলাম, ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আবু ইউসুফ মুক্তা ও প্রধান শিক্ষক মোছাঃ মরিয়ম খাতুন বক্তব্য রাখেন। পরে বিদায়ী পরীক্ষার্থীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা নুরুল আলম।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.