ইভা রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক: কণ্ঠশিল্পী ইভা রহমানের (ইভা আরমান) নামে ৫শ কোটি টাকার মানহানি মামলা করেছেন ফকির আক্তারুজ্জামান। সম্পত্তি বিষয়ক মিথ্যাচারের অভিযোগে এই গায়িকার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সিআইপি ফকির আক্তারুজ্জামান।

শেখ উর্মী আরমান (ইভা) এই জমিটি পেয়েছিলেন তার প্রাক্তন স্বামী মাহফুজুর রহমানের কাছ থেকে। তখন তিনি ইভা রহমান নামে পরিচিত ছিলেন। এই জমিতে বিল্ডিং নির্মাণের জন্য ইভা চুক্তি করেন ডেভলপার প্রতিষ্ঠান ডিজনী প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এবং ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি ঐ প্রতিষ্ঠানকে রেজিস্ট্রার্ড পাওয়ার দেন। পরবর্তীতে ডেভেলপারের সঙ্গে ইভার বিবাদ শুরু হলে ইভা নিজে ভবনটি নির্মাণের দায়িত্ব নেন।’

২০১৭ সালের ৩ ডিসেম্বর ফকির মাসফিকুজ্জামান (ফাবি) ও ফকির মাসরিকুজ্জামানের সঙ্গে ফ্ল্যাট দুটি নিয়ে রেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি (চুক্তি নং ৮৫৩৬ ও ৮৫৩৭) হয়। চুক্তি অনুযায়ী ইভা ঐ ভবনের বাকি নির্মাণ কাজ শেষ করে ফ্ল্যাট দুটি ফকির মাসফিকুজ্জামান ও ফকির মাসরিকুজ্জামানকে রেজিষ্ট্রি করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

চুক্তি অনুযায়ী, অ্যাপার্টমেন্টের সব টাকা পরিশোধ করে দেন ফকির আক্তারুজ্জামানের দুই পুত্র। চুক্তিতে আরও উল্লেখ ছিল, ইভা নিজ দায়িত্বে ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করে ক্রেতাকে সাফ কওলা রেজিস্ট্রি করে দেবেন। অথচ চুক্তির শর্ত না মেনে অসম্পূর্ণ অবস্থাতেই ফ্ল্যাট দুটির দখল দুই ক্রেতাকে বুঝিয়ে দেয়া হয়।

ফকির গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট জাফর শরীফ বলেন, ইভা আরমান রেজিস্ট্রি করা বিক্রয়চুক্তিপত্রের শর্তও মানতে রাজী হননি। বরং ঐ ফ্ল্যাট দুটি তিনি বিক্রি করেননি বলে মিথ্যাচার করছেন। পরবর্তীতে ইভা ঐ ফ্ল্যাট দুটি নিয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানী মামলা (নং ২৪৫/২০২৩) করেন। আদালত উভয়কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন এবং বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

এদিকে, ইভা ফ্ল্যাট দুটি নিয়ে শান্তি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ফকির আক্তারুজ্জামানের বিরুদ্ধে পিটিশন মামলা (নং ৮৩/২০২২) দায়ের করেন। পরবর্তীতে আদালত মামলাটি খারিজ করে দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি’

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক ঐকমত্যে জাতীয় সনদ তৈরি আশা ব্যক্ত করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, জাতীয় সনদে সবার অঙ্গীকারের জায়গায়

বিজেপি নেতার হুমকি-মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে ‘মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব’ বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। গেল রোববার মহারাষ্ট্রের আহমেদনগরে এক

আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া সব বেসামরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া সব বেসামরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে সরকার। আজ রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশে এ

বেলকুচিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মতবিনিময়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে বেলকুচি প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের

মধুপুরের সুস্বাদু আনারস জিআই স্বীকৃতি পেয়ে খুশি জেলাবাসী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ‘উত্তর থিকা আইল ফল, রস টস্ টস্/ আনা আনা বিকায়, নাম আনারস’ মধুপুর গড়ের মানুষের মুখে মুখে প্রচলিত ছড়া পংতিটির মত

এবার চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে নামছেন চাকরিপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীরা। আগামীকাল শনিবার (১৭ আগস্ট’) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ডাক দিয়েছেন