সোলায়মান সুমন, কেরানীগঞ্জ প্রতিনিধি: বিশ্ব ইজতেমার ২য় পর্বের ময়দান থেকে ৯/০৩/২০২৩ ইং তারিখ ফজরের আজানের পরে মোঃ আব্দুল মালেক পিতা-মৃত মহেদ আলী মেম্বার,ছেলের নাম কামরুল ইসলাম গ্রাম-এমারঘাও, পোস্ট-আটি বাজার,থানা-কেরানীগঞ্জ মডেল থানা,জেলা-ঢাকা। নিখোঁজ হয়।
তিনি ০৮/০২/২০২৩ ইং তারিখ বাস যোগে কেরানীগঞ্জ নিজ এলাকার সাথীদের সাথে ইজতেমায় যায়।রাতে ইজতেমার ময়দানে অবস্থান করে সকালে ফজরের আজানের সময় ১৮ নাম্বার টয়লেট বিল্ডিং থেকে নিখোঁজ হয়।০৯/০২/২০২৩ ইং তারিখ ইজতেমায় র্যাবের সিসি ক্যামেরায় সকাল ৬.২ মিনিটে ইজতেমার ৭ নং গেইট থেকে তাকে খালি পায়ে লুঙ্গী পরা অবস্থায় বের হয়ে রাস্তা পার হতে দেখা যায়।
পরের দিন তার ছেলে ইজতেমার সাথী ও তার ওয়ার্ডের মেম্বর কে নিয়ে অনেক খোজাখুজি করে না পেয়ে টুঙ্গী দক্ষিন থানায় সাধারণ ডায়েরি করেন।তারানগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বর মোঃ মনিরুজ্জামান মনির বলেন,আমি তার সাথে ইজতেমায় এসেছিলাম কাছাকাছি বিছানায় ঘুমে ছিলাম সকালে তিনি বাথরুমে গিয়ে নিখোঁজ হয়, অনেক খোজাখুজি করে না পেয়ে থানায় জিডি করেছি।
তার ছেলে কামরুল ইসলাম বলেন, বাবা এলাকার সাথীদের সাথে ইজতেমায় এসে নিখোঁজ হয় যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বা টঙ্গী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
মোবাইল নাম্বার- 01819902016
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.