নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।,
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।,
তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন–ব্রেকিং নিউজ! ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
জাপানকে ৩০-২৭ ভোটে হারিয়ে এ পদে জয় পেয়েছে বাংলাদেশ।
উপদেষ্টা আরও জানান, কোরিয়া ও ভারতও সভাপতি হওয়ার লড়াইয়ে প্রার্থী ছিল। তবে পরবর্তী পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেয় দুই দেশ।
প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ইউনেসকোর ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে, ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেসকোর কোনো সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.