অনলাইন ডেস্ক: ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, মেজর জেনারেল গুদকভ রাশিয়ার পশ্চিম সীমান্তে একটি যুদ্ধ মিশনে দায়িত্ব পালনের সময় প্রাণ হারান। বুধবার ইউক্রেন কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর একটি সামরিক কমান্ড পোস্টে যুক্তরাষ্ট্রে তৈরি ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি কিংবা সংঘর্ষের প্রকৃত বিবরণ রুশ কর্তৃপক্ষ বিস্তারিতভাবে প্রকাশ করেনি।
প্রসঙ্গত, মিখাইল গুদকভ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অধীন একটি মেরিন ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে রাশিয়ার সর্বোচ্চ সামরিক সম্মাননায় ভূষিত করেন।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েভের হামলায় রাশিয়ার অন্তত ১০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ হলেন মেজর জেনারেল গুদকভ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.