আ-লীগ নেতাকে পিটিয়ে হত্যা; ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা সোয়ানকে (৪৪) পিটিয়ে হত্যায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা বিন্দু ও ঝিনুক মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর আমলি আদালতে শুনানি শেষে বিচারক মজনু মিয়া এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ছাত্রলীগের দুই নেতার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুই ছাত্রলীগ নেতা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী ওরফে বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়া।

শুক্রবার সন্ধ্যার দিকে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করেল পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোয়ানকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে আটক করে। এরপর শুক্রবার রাত ১২টার পর নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী রোজিনা বেগম (৩৩) বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় চারজনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে শনিবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে

জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে নিহত আওয়ামী লীগের নেতা শরিফুল ইসলাম সোহানের।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার হত্যা ঘটনার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রলীগের ওই দুই নেতাকে আটক করে পুলিশ। পরে রাত ১২টায় নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী একটি হত্যা মামলা করেন। এরপর ওই মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, মারপিট ও হত্যা মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপ, দেখে নিন সব ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ঠিকানা টিভি ডট প্রেস: আজ থেকে মাসব্যাপী ইউরো চ্যাম্পিয়নশিপের আসর শুরু হতে যাচ্ছে। এবারের আসরে ২৪টি দল ছয় গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। এবারের আয়োজক

সাজিদ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে কামাল আহমেদ মজুমদার

ডেস্ক রিপোর্ট: ১৯ অক্টোবর ২০২৪ রাজধানীর কাফরুল থানায় দায়েরকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ

এমপি আনার হত্যা: কলকাতা গেল ডিবির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: এমপি আনার হত্যার ঘটনা তদন্ত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কলকাতা গেছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদের

শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে কারও কথার দাম নেই’’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। তৃণমূলের আওয়ামী লীগ কাউকে মানছে না। জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিটি জেলায় উপজেলায় আওয়ামী লীগ দুই

সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজে স্বাস্থ্য বিভাগের তদন্ত দল

সিরাজগঞ্জ প্রতিনিধি: গুলি করে শিক্ষার্থীকে আহত করার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত দল তদন্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। মঙ্গলবার (৫ মার্চ’)

আদানির বকেয়া দ্রুত পরিশোধ করা হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রেমিট্যান্সের গতি বেড়েছে। ফলে এখন সেন্ট্রাল রিজার্ভে হাত না দিয়েই