
ডেস্ক রিপোর্ট: বিগত ১৬ বছর যারা বিএনপির নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করেছে, মামলা দিয়েছে সেসব আওয়ামী লীগের নেতাকর্মী যেন কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী টাকা খরচ করে হলেও বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করবে। দলের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে, ওই সব ব্যক্তি যেন কোনোভাবেই বিএনপিতে সদস্য পদ না পায়। যারা আওয়ামী লীগ পুষছে ও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তারা সতর্ক হয়ে যান। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২৬ এপ্রিল,) দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে সদর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মাঝে বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সর্তক করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামীতে যদি কোনো ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীরা সভা-সমাবেশ করে, তাহলে সেসব ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী ১৫ মে র মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সদস্য নবায়ন কার্যক্রম শেষ করার তাগিদ দিয়ে টুকু বলেন, সদস্য পদ নবায়ন কার্যক্রম শেষ হলে জেলায় দলের সব ইউনিটের সম্মেলনের কাজ শুরু হবে।
পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি মকুবল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, ও অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিক সরকার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।’