আ. লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীকে সরাসরি জানিয়েছেন—আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কোনো নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে বিচার চলছে। এ নিয়ে কথা বলেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেছেন, ‘ব্রিটিশ মন্ত্রীরা বিষয়টি অবশ্যই নোট করবেন; তবে তার মানে এই নয় যে তারা ইউনূসের বক্তব্যের সঙ্গে একমত হবেন।’

শনিবার (১৫ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-তে তিনি এসব কথা বলেন। মোস্তফা ফিরোজ বলেন, ‘জাতিসংঘের রিপোর্টে জুলাই আন্দোলনে ১,৪০০ জন নিহত হওয়ার কথা উল্লেখ আছে। তবে সেখানে অপরাধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে আলাদা করে দেখা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের নামে বিচার নয়, অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারই গ্রহণযোগ্য। একটি রাজনৈতিক দলকে অপরাধী ঘোষণা করা মানে তার রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক অস্তিত্বকে অস্বীকার করা, যা জাতিসংঘ সমর্থন করে না।’

মোস্তফা ফিরোজ আরো বলেন, “ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান। ভারতের উদ্বেগ, বাংলাদেশে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হবে, আর সেই অস্থিরতার সুযোগ নেবে পাকিস্তান বা চীন। উত্তর-পূর্বের ‘চিকেন নেক’ ঘিরে ভারতের তিনটি সামরিক ঘাঁটি স্থাপন এই উদ্বেগেরই সামরিক প্রতিফলন।”

এ ছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের নিরাপত্তা–বাণিজ্য সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে। এতে ভারত ড. ইউনূসের ওপরও ক্ষুব্ধ। তবে তাদের ধারণা, বিএনপি বা জামায়াতও ক্ষমতায় এলে ভারতের সঙ্গে কঠোর অবস্থানে যাবে না; বর্তমান অন্তর্বর্তী সরকারের মতো আচরণও করবে না। ভারতের মতে, বর্তমান অনিশ্চয়তার তুলনায় যেকোনো নির্বাচিত সরকারই বেশি স্থিতিশীল অংশীদার।’ মোস্তফা ফিরোজ বলেন, ‘ভারত একই সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্ভাবনাও খোলা রাখতে চায়। তাদের কাছে যে রিপোর্ট গেছে, সেখানে বলা হয়েছে—আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে।,

তাই শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে এবং ভারতও সক্রিয় রয়েছে।’ তিনি আরো বলেন, ‘ড. ইউনূস শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান নন, তিনি নোবেলজয়ী। এই পরিচয় তাকে বিশ্বনেতাদের কাছে বিশেষ অগ্রাধিকার দেয়। তার অবস্থান ও উদ্যোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ সামনে আসে এবং তাকে পদত্যাগ করতে হয়। এতে ব্রিটিশ সরকার ও লেবার পার্টি বড় ধাক্কা খায়, যার পেছনে ইউনূস সরকারের ভূমিকাই প্রধান। এ কারণে ধারণা তৈরি হয়েছে—ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউনূসের প্রতি আগের সমর্থন থেকে দূরে সরে গেছেন। আগে যেসব ব্রিটিশ কূটনীতিক বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে জোরালো বক্তব্য দিতেন, তারা এখন নীরব। কারণ যুক্তরাজ্যের চাপ পশ্চিমা বিশ্বকে একই পথে ঠেলে দিতে পারে।’

মোস্তফা ফিরোজ বলেন, “আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, বিষয়টি সরল নয়। নির্বাচন তফসিলের আগে-পরে পশ্চিমাদের অবস্থান পরিষ্কার হবে। যদি ‘বিচারাধীন’ হওয়ার যুক্তিতে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়—পশ্চিমাদের সামনে এর গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে। কারণ বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়ন এখন বৈশ্বিক কাঠামোর সঙ্গে যুক্ত। পশ্চিমা দেশগুলো সম্পর্ক রাখে সেই রাষ্ট্রের সঙ্গে, যেখানে জবাবদিহি ও গণতন্ত্র রয়েছে।”

তিনি বলেন, ‘যেসব দেশে সরকার ও জবাবদিহি অনুপস্থিত—পশ্চিমারা সাধারণত সেই দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে না। বাংলাদেশকে এগোতে হলে পশ্চিমাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক প্রয়োজন। আর ড. ইউনূসের গণতান্ত্রিক অবস্থান ও আন্তর্জাতিক সম্পর্ক ধরে রাখতে হলে আওয়ামী লীগকে ঘিরে একটি ভারসাম্যপূর্ণ, গণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।’

তিনি আরো বলেন, ‘বিচার করতে বাধা নেই, মৃত্যুদণ্ড হলেও আইনি প্রক্রিয়ায় হতে পারে। কিন্তু একটি দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করা তা ভিন্ন প্রশ্ন। জামায়াতকে নিষিদ্ধ করা হয়নি, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ পার্টিতে পরিণত করা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি না, তা বড় প্রশ্ন।’

মোস্তফা ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হলে মানবাধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদ নিয়ে বাংলাদেশের অবস্থান প্রশ্নের মুখে পড়বে। ফলে সংকট রয়ে গেছে। আর সে কারণেই এর একটি রাজনৈতিক, গণতান্ত্রিক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সমাধান বের করতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন ঘিরে মাঠে নামছে ৯০ হাজার সেনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে। একইসাথে আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। তাদের আর্থিক খাতে লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত। খেলাপি ঋণ,

নিরাপত্তাহীনতায় বাদী ও পরিবার, ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করায় প্রকাশ্য হামলা ও ক্রমাগত হুমকীতে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ

কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক: ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের

কৃষকের জমির ফসল কেটে নিলেন কৃষকলীগ সভাপতি 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নিরিহ কৃষকের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান (মতি মেম্বার) এর

ফের জেলের জালে ধরা পড়লো ২৪ কেজির বিশাল কোরাল, বিক্রি ৩৬ হাজারে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো বিরল ও বিশাল আকৃতির কোরাল মাছের। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাজারে নিয়ে আসা হয় প্রায়