আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টসের সামনে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম (৩৫) তিনি মাস্কট গার্মেন্টসের শ্রমিক ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলায় এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তবে স্থানীয় শ্রমিকেরা বলছেন, এ সংখ্যা ১৫ থেকে ২০ জন হতে পারে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর’) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আশুলিয়া শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘মাস্কট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পাশের দু’টি গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। নিহত রোকেয়া বেগম মাস্কট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রোকেয়া ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানাটিতে যোগ দেন।’

পুলিশ, শিল্প সূত্র ও স্থানীয়রা জানান, আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত ম্যাসকট গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানাটি গত কয়েকদিন ধরে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় বন্ধ ছিল।

আজ সকালে কারখানাটির শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে কারখানাটির শ্রমিকরা পার্শ্ববর্তী আরেকটি পোশাক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।’

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ম্যাসকট গার্মেন্টসের শ্রমিক রোকেয়া বেগমসহ অন্তত ৫ জন শ্রমিক গুরুতর আহন হন।

এদিকে, গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুটি কারখানার শ্রমিক। সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ অবরোধের কারণে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চলছে। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন

গোয়েন্দা নজরদারিতে বাজারের সিন্ডিকেটের হোতারা’

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ সরকার তার প্রধান অগ্রাধিকার হিসাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে চিহ্নিত করেছে। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আতঙ্কে সেই পুলিশ কর্তারা

ঠিকানা টিভি ডট প্রেস: শেখ হাসিনা সরকারের আমলে টানা ১৫ বছর পুলিশ বাহিনীতে মহাক্ষমতায় থাকা অতি-দলবাজ হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চাকরি হারানো

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকশাম

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির

জামালপুরে বন্যার কারণে ৩২২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষন আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা নদীর পানি কমলেও ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত