
মোঃ হাফিজুর রহমান, সাভারঃ সাভারের আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির দো’তলা একটি টিন শেড রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনা স্থলে পৌছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জিরাবো মর্ডান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কারণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।