দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত গোপন অভিযানে আলোচিত মাদক কারবারি ও কথিত পুলিশের সোর্স জসিম ওরফে ‘পাখি জসিম’কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাকির মার্কেট এলাকায় ‘শাহজালাল পাখির মেলা’ দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক নারী সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে পাখি জসিম ও মোছা. হোসনা আক্তারের (২৪) কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬৫ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৩৯ হাজার ৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি ও পুলিশের একটি হ্যান্ডকাফ।
জানা গেছে, জসিম মূলত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. তৈয়ব মিয়ার ছেলে হলেও আশুগঞ্জে দীর্ঘদিন ধরে ‘শাহজালাল পাখির মেলা’ নামে পাখির দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে ‘পাখি জসিম’ নামে পরিচিত এই ব্যক্তি পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন অভিযানে অংশ নিতেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সখ্য গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।
আটক নারী মোছা. হোসনা আক্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, "আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।"
স্থানীয়রা জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় ‘পাখি জসিম’-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.