শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীলককূপ ইউনিয়ন শাখার উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহি.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় শাহ লতিফিয়া নূরানী এবতেদায়ী মাদরাসা মিলনায়তনে এ আয়োজন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা শহীদুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম, ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলম, কাজী নুর মোহাম্মদ, মাওলানা মোশাররফ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রিয়াজুল হক তালুকদার, আত তাহিয়্যাতুল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ আব্দুল করিম এবং মাওলানা সগির নোমানী।
বক্তারা বলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহি.) ছিলেন দেশের একজন খ্যাতিমান ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত দাঈ এবং অগণিত আলেম তৈরির প্রেরণাদাতা। তিনি পবিত্র কোরআনের গভীর তাফসির, মাদরাসা শিক্ষা বিস্তার এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেন। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ওয়াজ-মাহফিলে লাখো মানুষ ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন। ইসলামি আন্দোলনের একজন অগ্রগামী নেতা হিসেবে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং জীবনভর সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে গেছেন।
অনুষ্ঠানে ইউনিয়ন দায়িত্বশীলগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুপার, শিক্ষক, মসজিদের খতিব-ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, ছাত্র এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আল্লামা সাঈদী (রহি.)সহ সকল শহীদ নেতৃবৃন্দের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.