নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই') দুপুরে এক নারীর দায়ের করা ধর্ষণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।
হালুয়াঘাট থানার ওসি মো. মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মা এই অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার খন্দকপাড়া গ্রামের এক তরুণীর মা এ অভিযোগ করেন।'
তবে ঈসমাইল ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী তরুণী তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়।
ঈসমাইলের ছোট ভাই কনটেন্ট ক্রিয়েটর এনামুল হাসান বলেন, ‘ঈসমাইল গত বছর দ্বিতীয় বিয়ে করেছিল। প্রথম স্ত্রীর চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয়। সেই ক্ষোভে এমন অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে থানায় মিটিং হচ্ছে।’
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মো.মাহাবুবুল হক বলেন,ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হলেও এখন জানা গেছে ভুক্তভোগী তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঈসমাইলকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদি তিনি বিয়ের কাগজপত্র দেখাতে পারেন, তাহলে ঘটনাটি ভিন্নরকম হবে। তবে এখনই এই বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.