
মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং আলেমদের ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন কলকাতার চিকিৎসক ডা. শাহানুর মণ্ডল।
বুধবার কলকাতা থেকে প্রকাশিত পুবের কলম পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, প্রদেশের উত্তর ২৪ পরগনার হাবড়া থানার চাকলার বহেড়াগাছি গ্রামের বাসিন্দা ডা. শাহানুর মণ্ডল আলেমদের বিশেষ সম্মান করেই আজীবন তাদের এ সেবা দিতে চান।
তিনি বলেন, ‘মাদরাসা পড়ুয়া ও ইমাম-মুয়াজ্জিনদের আমার কাছে সম্মানিত মনে হয়। তাদের জন্য কিছু করা দরকার, তাই এটি শুরু করলাম। আল্লাহ যেন আজীবন আমাকে দিয়ে এই কাজ করিয়ে নেন। আমি সবার দোয়া প্রার্থী।’
শুধু তাই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে গরিব ও অসহায়দেরও তিনি ফ্রিতে চিকিৎসা সেবা দেন বলেও সাক্ষাৎকারে জানান।
ডা: শাহানুর মণ্ডল কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে বারাসত জেলা হাসপাতালে হাউজ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র : পুবের কলম