বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয়ভাবে তৈরি একনলা গাদাবন্দুক থেকে বের হওয়া গুলিতে ত্বহা বিন আমীন (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত বন্ধুর গুলিতেই প্রাণ হারান তিনি। নিহত ত্বহা ঢাকার সাইনবোর্ড এলাকার মো. আলামিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুলাই ত্বহা তার চার বন্ধু—সাইফুল ইসলাম তামিম, মিরাজ, মীর মাহদী হাসান নাবিল ও মিনহাজকে সঙ্গে নিয়ে আলীকদমে ঘুরতে আসেন। তারা মাতামুহুরী রিজার্ভ এলাকার কুরুকপাতা ইউনিয়নের দরি পাড়া হয়ে ইন্দু-সিন্দু ঘুরে চাল্লাতলী পাড়া যাওয়ার পথে তরনী পাড়া এলাকার একটি জুমঘরে রাতযাপন করেন।
২১ জুলাই সকালে ওই জুমঘরে থাকা স্থানীয়ভাবে তৈরি একনলা গাদাবন্দুকটি নিয়ে ছবি তুলছিলেন তারা। এ সময় ত্বহার বন্ধু মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগারে চাপ দিলে গুলি ছুটে ত্বহার বুকে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি মাতামুহুরী নদীর চরে নামিয়ে আনা হয়। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রোর মাধ্যমে তারা খবর পান। নিহতের সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে গাদাবন্দুকটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.