রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিয়ের আর্শীবাদ সম্পন্ন হওয়ার পরই রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া এবং তৈরি হয়েছে নানা রহস্য।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকার ‘ওয়েহোম’ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, সবুজ শুক্রবার বিকেলে হোটেলে ওঠেন এবং শনিবার কক্ষ ত্যাগ করার কথা ছিল। নির্ধারিত সময়ে বের না হওয়ায় হোটেল কর্মীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকাতেই ঝুলন্ত অবস্থায় সবুজের দেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কক্ষ থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।”
পুলিশ সূত্র জানায়, সবুজ ব্যক্তিগত কাজের কথা বলে রাজশাহীতে এসেছিলেন। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যার কললিস্ট ও সোশ্যাল মিডিয়া কার্যক্রম বিশ্লেষণ করে মৃত্যুর পেছনের কারণ খতিয়ে দেখা হবে।
এদিকে, ছেলের অকাল মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন নিহতের বাবা বিমল চন্দ্র অধিকারী। তিনি বলেন, “দিনাজপুরের একটি মেয়ের সঙ্গে আমার ছেলের আর্শীবাদ সম্পন্ন হয়েছিল। আগামী ডিসেম্বর মাসের ৮ তারিখ বিয়ের দিন ঠিক করা ছিল। ছেলের এমন মৃত্যু আমরা কোনোভাবেই মানতে পারছি না। তার মৃত্যুর আসল রহস্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা চাই।”
স্থানীয়রা জানান, সবুজ শান্ত, ভদ্র ও পরিশ্রমী যুবক হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের একমাত্র আর্থিক অবলম্বন হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়ে গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.