আরো একটি ঘূর্ণিঝড়ের আভাস, রূপ নিতে পারে ২৯ মে

অনলাইন ডেস্ক: চলতি মাসেই দেশের উপকূলে আঘাত হানতে পারে একটি ঘূর্ণঝড়। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী ২৯ মে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে মন্থা (Mon-Tha)।

তবে এখনই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন উপকূলের ওপর দিয়ে অতিক্রম করবে, সেটি নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

এর শক্তি সম্পর্কেও ধারণা দিতে পারেননি তারা। তবে দু-এক দিনের মধ্যে বিষয়টি জানা যাবে।

বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে—এই বিষয়ে বিশ্বের প্রধান প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো একমত।

আগামী ২৭ মে লঘুচাপ, ২৮ মে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ এবং ২৯ মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা (Mon-Tha)। মন্থা (Mon-Tha) নামটি থাইল্যান্ডের দেওয়া বলে জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে পলাশ বলেন, বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পূর্বেই আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে, যার নাম হবে শক্তি (Shakhti)।

শক্তি (Shakhti) নামটি শ্রীলঙ্কার দেওয়া। সাম্ভব্য ঘূর্ণিঝড় মন্থা (Mon-Tha) আগামী ২৮ মে মধ্যরাতের পর থেকে ২৯ মের মধ্যরাতের মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হবে সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য শঙ্কার কোনো কারণ হবে না বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা মনে করছেন, প্রতিবছর বর্ষার আগে একটি নিয়মিত ঘটনা।

চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তি সঞ্চয়ের আগেই শুরু হচ্ছে বর্ষা। ফলে এই ঘূর্ণিঝড় খুব বড় হওয়ার শঙ্কা কম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খামারে অগ্নিকাণ্ডে ১৩ কোরবানির গরু,২ হাজার মুরগির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে শিবচরে উমেদপুরে মিলন মুন্সির গরুর খামারে বুধবার (১২ জুন’) ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই খামারের ১৩টি কোরবানির গরু ও তার পাশের

সেহরি খাওয়ার সময় বাবাকে কু’পি’য়ে হ”ত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক: চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মোহাম্মদ রবিন (২২)। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা

স্বৈরাচার হটিয়েছে ছাত্র-জনতা-কোনো দল নয়: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র-জনতা স্বৈরাচারকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ আগস্ট)

বিস্ফোরক মামলায় সাবেক সংসদ সদস্য চয়ন ও তাঁর স্ত্রী কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তাঁর স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর

হামাসের হামলায় ২৫৮ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানো শুরুর পর এখন পর্যন্ত ২৫৮ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।