
রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: আরোহ অবরোহ শাস্ত্রীয় সংগীত বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের সঙ্গীত,তবলা, চিত্রাংকন বিষয়ে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার আরোহ অবরোহ সঙ্গীত বিদ্যালয় প্রাঙ্গণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই সময় কেন্দ্র পরিদর্শন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, টেলিভিশনের বিশিষ্ট শিল্পী ও আরোহ অবরোহ এর অধ্যক্ষ সুভাষ কান্তি নাথ, রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রয়েল দত্ত, তবলা ও চিত্রাংকন শিক্ষক দেবাশীষ চক্রবর্তী, তবলা শিক্ষক অরুন দেবনাথ, সঙ্গীত শিক্ষিকা অপর্ণা দে প্রমুখ। আরোহ অবরোহ এর অধ্যক্ষ সুভাষ কান্তি নাথ জানান, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত আরোহ অবরোহ একটি শাস্ত্রীয় সংগীত প্রতিষ্ঠান। এইখানে সঙ্গীত, তবলা, চিত্রাংকন,গীটার সহ বিভিন্ন বিষয়ের উপর আজ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।’