আরাফাত-পলক পূর্ণমন্ত্রী হচ্ছেন: যে কোন সময় মন্ত্রিসভার রদবদল

নিজস্ব প্রতিবেদক: গত ১১ জানুয়ারি গঠিত আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে মন্ত্রিসভায় আবার রদবদল হতে যাচ্ছে। যদি শেষ পর্যন্ত রদবদল হয় তাহলে তা হবে তৃতীয়বারের মতো মন্ত্রিসভার সম্প্রসারণ। দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পরিবর্তনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। এ ব্যাপারে তিনি কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আলাপ করেছেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী নিশ্চিত করেছেন। যেকোনো সময় রদবদল হতে পারে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ৭ জানুয়ারি নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের পর আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং নতুন মন্ত্রিসভা গঠিত হয়। এরপর গত পয়লা মার্চ মন্ত্রিসভা সম্প্রচারিত হয়। সেখানে ৭ জন নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। এরপর মন্ত্রিসভায় নতুন মুখ আনার ব্যাপারে নানারকম আলাপ আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলতি বাজেট অধিবেশনেই মন্ত্রিসভার রদবদল হওয়ার সম্ভাবনা বেশি। আগামী শনিবার প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই ভারত সরকারের আমন্ত্রণে তিনি দিল্লি সফরে যাচ্ছেন। তিনি দিল্লি থেকে ফেরার পর যে কোন সময়ে রদবদলের ঘটনা ঘটতে পারে বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র আভাস দিয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, তাদের কাছে এখন পর্যন্ত এ ব্যাপারে দেওয়ার মতো কোন তথ্য নেই। তবে সরকারের সূত্রগুলো বলছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন। মোহাম্মদ আলী আরাফাত পূর্ণমন্ত্রী হয়ে তথ্য মন্ত্রী থাকবেন নাকি অন্যত্র যাবেন সে নিয়েও নানা রকম গুঞ্জন রয়েছে।

একটি মহল বলছে, মোহাম্মদ আলী আরাফাত পূর্ণমন্ত্রী হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারেন। সেক্ষেত্রে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। উল্লেখ্য, ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। আর সে কারণেই সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, দলের কোন্দল কমানোর জন্য তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে একটি গুঞ্জন রয়েছে। তবে এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য কেউ দিতে পারেনি। সেক্ষেত্রে তাজুল ইসলাম হয়তো অন্য কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও বিভিন্ন সূত্র আভাস দিয়েছে।

তবে একটি সূত্র বলছে, এতো বড় ধরনের রদবদল হবে না। শুধু মোহাম্মদ আলী আরাফাত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে পূর্ণমন্ত্রী করা হবে। সেক্ষেত্রে এই দুটি বিভাগে একজন করে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রীকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা যায় কি না সে ব্যাপারে আলোচনা ছিল। তবে সেটি এখনই হচ্ছে না। এখানে একজন হেভিওয়েট পূর্ণ মন্ত্রী দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগের দুজন হেভিওয়েট নেতার নাম আলোচনায় আছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান অথবা জাহাঙ্গীর কবির নানক যে কোন দুজনের একজন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে দায়িত্বশীল সূত্রগুলো বলেছেন, এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য তাদের হাতে নেই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে। এছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বেশ কয়েকজন নতুন মুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘আমাদের বার্মা ফেরত পাঠাও’ক্যাম্প জীবনের অবসান চান রোহিঙ্গারা

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘ মহাসচিব এমন এক সময় বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন যখন রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা অর্ধেকেরও বেশি কমিয়ে দেয়ার ঘোষণা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ

ঠিকানা টিভি ডট প্রেস: জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি’) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কনফারেন্স ভেন্যু

অসুস্থ হয়ে আদালতের বেঞ্চে শুয়ে পড়লেন বাবুল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আদালতে হাজির করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তিনি আদালতের বেঞ্চে কিছুক্ষণ

অবৈধ গরু-ছাগলেই ‘সাদিক অ্যাগ্রো’র করপোরেট বাণিজ্য, কোটি টাকার ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: এ যেন দিনেদুপুরে ডাকাতি। সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ গরু-ছাগল দিয়ে কোটি টাকার ব্যবসা করছে মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো।’ দীর্ঘদিন ধরে গবাদিপশু নিয়ে মিথ্যা

মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক

ঠিকানা টিভি ডট প্রেস: জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির