‘আরও পাঁচ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আরও পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। আমেরিকার স্থানীয় সময় শুক্রবার এ সম্পর্কিত ঘোষণা আসার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত আলেক্সেই নাভালনির কারাগারে মৃত্যু ও ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি সামনে রেখে এ পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার বৈরী সম্পর্কের আরেকটি সম্প্রসারণ হতে যাচ্ছে এই ঘোষণা। গত মঙ্গলবার এ সম্পর্কিত এক বক্তব্যে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, এই নিষেধাজ্ঞার আওতায় রুশ প্রতিরক্ষা শিল্প ও দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

এই নিষেধাজ্ঞা ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৃহস্পতিবারের বক্তব্যেও এর ইঙ্গিত রয়েছে। ওই বক্তব্যে বাইডেন সরাসরি বলেছেন, আলেক্সেই নাভালনির মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দায়ী। সান ফ্রান্সিসকোতে নাভালনির স্ত্রী ও মেয়ের সাথে সাক্ষাতের পরপরই তিনি এ মন্তব্য করেন।’

শুধু তাই নয়, বিষয়টিকে বাইডেন প্রশাসন কতটা গুরুতরভাবে নিয়েছে তা বোঝা যায়, এর আগের দিন বুধবার সান ফ্রান্সিসকোতে নির্বাচনী তহবিল সংগ্রহের কার্যক্রমে বাইডেনের দেওয়া বক্তব্যে। সেখানে তিনি পুতিনকে ‘উন্মাদ’ হিসেবেও আখ্যা দিয়েছেন। পাশাপাশি একটি পরমাণু যুদ্ধের শঙ্কার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। এর প্রতিক্রিয়াও অবশ্য জানিয়েছে ক্রেমলিন। তাদের বক্তব্যে বাইডেনের এই মন্তব্যকে গোটা আমেরিকার জন্যই ‘অপমানজনক’ বলে উল্লেখ করা হয়েছে।’

সব মিলিয়ে বাইডেন প্রশাসন এবার বেশ বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। গত কয়েক বছর ধরেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর নানামাত্রিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে এমন পদক্ষেপের সাথে রাশিয়ার একটি অভিযোজনও ঘটে গেছে বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাকার বিনিময় রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না ,রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম 

একে আজাদ রাজবাড়ীঃ রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না।টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না।ক্ষমতায় যেতে হলে

বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন

ভূঞাপুরে জমি দখল কেন্দ্র করে মারামারি আহত-৯

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরের চরাঞ্চলে জমি দখলকে কেন্দ্র করে শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার গাবসারা ইউনিয়নের রেহাই গাবসারা গ্রামে সংঘর্ষে উভয় পক্ষের ৯

কোপার পূর্বে মায়ামিতে আরও এক রেকর্ড মেসির

নিউজ ডেস্ক: খুব শীঘ্রই ক্লাব ফুটবল প্রতিযোগিতাগুলো বিরতিতে যাচ্ছে একটা লম্বা সময়ের জন্য। কারণ আর কিছুদিন পরেই প্রায় ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়বেন আন্তর্জাতিক প্রতিযোগিতা ইউরো

মাওলানা লুৎফুর রহমানের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে

কোরেশি-ইমরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও ভাইস-প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশি বৈঠক করেছেন। তবে বুধবার (৭ জুন) হওয়া এ বৈঠকে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে