আরইবি-পবিস একীভূতকরণসহ ৭ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি

সেলিম রেজা স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বৈষম্য নিরসন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দ্বৈত ব্যবস্থার অবসান এবং ৭ দফা দাবিতে পুনরায় কর্মসূচিতে যাচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।
আগামী ২৭ মে মঙ্গলবার থেকে সারাদেশে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে সব পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে এমআরসিএমদের (মিটার রিডিং ও সংগ্রহ কর্মী) সকল রিডিং বই জমা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়; বরং আরইবি’র দীর্ঘদিনের শোষণ, বৈষম্য ও দমন-পীড়নের প্রতিবাদে একটি ন্যায়সংগত দাবি আদায়ের আন্দোলন।
আন্দোলনের পটভূমি:
২০২৪ সালের জানুয়ারিতে আরইবি-পবিস অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং জরুরি সেবায় নিয়োজিত সকল চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদানের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। তবে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় মে ও জুলাই মাসে বিদ্যুৎ সেবা সচল রেখে পর্যায়ক্রমে ৫ ও ১০ দিনের কর্মবিরতি পালন করা হয়।
পরবর্তীতে আগস্ট মাসে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে গঠিত সমন্বয় কমিটির সভাগুলোতে আরইবি অনুপস্থিত থাকায় পরিস্থিতির আরও অবনতি ঘটে। এরপর প্রেস ক্লাব ও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মতো শান্তিপূর্ণ কর্মসূচির পরও আন্দোলনকারী কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, চাকরিচ্যুতি ও গ্রেফতারসহ নানা দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়।
একইসাথে ২৩ অক্টোবর গঠিত বিশেষজ্ঞ কমিটি তিনটি সংস্কার মডেল উপস্থাপন করলেও দীর্ঘ আট মাসেও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ পায়নি।
অভিযোগ ও দমনপীড়নের চিত্র:
গত চার মাসে নতুন করে ৫ জনকে চাকরিচ্যুত, ৫০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত ও সংযুক্ত করা হয়েছে। প্রায় ৬ হাজার কর্মীকে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরের কর্মস্থলে বদলি করা হয়। চলতি মে মাসে বদলি করা হয়েছে আরও ৩ হাজারের বেশি লাইনক্রু। এদের অনেকের চাকরিতে বদলি নিষেধ থাকা সত্ত্বেও এই আদেশ কার্যকর করা হয়েছে।
স্মারকলিপিতে স্বাক্ষরের কারণেও ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
৭ দফা দাবি:
১. আরইবি-পবিস দ্বৈত ব্যবস্থার অবসান
২. আরইবি চেয়ারম্যানের অপসারণ
৩. মিথ্যা মামলা প্রত্যাহার
৪. বিনা নোটিশে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল
৫. চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ
৬. সকল শাস্তিমূলক বদলি বাতিল
৭. নির্দিষ্ট কর্মঘণ্টা ও শিফটিং ডিউটি বাস্তবায়ন
সহমত ও সংহতি:
এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে একাধিক রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, শিক্ষক, পেশাজীবী ও নাগরিক সমাজ। এর মধ্যে রয়েছে এনসিপি শ্রমিক ও প্রকৌশলী উইংস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আইডিইবি, এফডিইবি, অবসরপ্রাপ্ত জিএম ফোরামসহ অনেকেই।
আন্দোলনকারীরা দাবি করেছেন, “আমরা বিদ্যুৎ সেবা বন্ধ করে নয়, চালু রেখেই আন্দোলন করছি। আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছি না, বরং বৈষম্যমুক্ত আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার জন্য লড়ছি। আমাদের দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো। এর দায়ভার সরকার ও বিদ্যুৎ বিভাগকে নিতে হবে।”
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলপন্থি মার্কো রুবিও হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯৯ সিনেটরের সবাই তার

বগুড়ায় ‘রাজনীতিনিয়ন্ত্রিত’ সাংবাদিকতা

ঠিকানা টিভি ডট প্রেস: প্রায় চার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর খ্যাত বগুড়ায় সাংবাদিকতার রয়েছে অসাধারণ এক সোনালি ঐতিহ্য।

তাড়াশে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময় সভা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তাড়াশ উপজেলার স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ জানুয়ারি)

কুষ্টিয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার

আল্লামা সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাওয়ার সময় জামায়াত নেতাকর্মীদের বহনকারী দুইটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত

মির্জাপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি