নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার সরকার পতনের পর গত ১০ দিনে ৬টির মতো সিনেমার নাম নিবন্ধিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে, ‘আয়নাঘর’ নামে সিনেমা বানানোর হিড়িক পড়েছে।
বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছেন। এই তালিকায় ‘হারুনের ভাতের হোটেল’ নামেও সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছেন অভিনয়শিল্পী জাদু আজাদ। এছাড়াও বেলাল সানি ‘পরিবর্তন’ নামে একটি সিনেমা নির্মাণের আবেদন করেছেন।
জাদু আজাদের ভাষ্য, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’ কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তাঁর ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’
শেখ হাসিনার সরকারের সময়কালে সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ডিবি কার্যালয়ে ভাত খাওয়াতেন। কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ও বলতেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.