প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২০, ১২:২১ অপরাহ্ণ
আমি কেমন আছি
![]()
প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই/বোনেরা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আশা করছি সবাই ভাল আছেন।
আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
গত দুইদিন আগে ঢাকা নিয়ে এসেছিলেন ডঃ মহিউদ্দিন স্যার। এবং এখানে আসার পর থেকে স্যারের আন্তরিকতা, ভালবাসা ও দায়িত্বশীল আচরণ সত্যিই আমার সুস্থ থাকার অনুপ্রেরণা। আদ্ব দ্বীন হাসপাতালের ডাক্তার/নার্স সহ সকলের সেবা আমাকে মুগ্ধ করেছে।
গতকাল সারাদিন পরিক্ষা নিরিক্ষার মধ্যেই গেছে। এক্স-রে আলট্রাসাউন্ড সহ নানান রকম পরিক্ষা। এবং অত্র হাসপাতালের ডাঃ আফিকুর রহমান স্যার আজ রিপোর্ট দেখে ফায়নালই জানালেন অপারেশন লাগবে পাথর অপসারণে।
আমার কাছে জানতে চাইলেন আমি অপারেশনের জন্য প্রস্তুত কি না?? আমি হ্যা বলাতে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালেই অপারেশন। এবং তার জন্য আজ আবার প্রয়োজনীয় আরো কিছু পরিক্ষা করবে। এবং আগামীকাল রক্তেরও প্রয়োজন হতে পারে তারজন্যে রক্ত দিবে এমন ডোনার প্রস্তুত রাখতে বলেছেন কতৃপক্ষ কে।
আমি নার্ভাস একজন মানুষ। করোনার এই সময়ে ঢাকাতে পরিবারের কাওকে নিয়ে আসেনি। আসতে চাই কিন্তু আসতে দিচ্ছিও না। আমার পাশে আছেন প্রিয় অবিভাবক ডাঃ মহিউদ্দিন স্যার সহ হাসপাতালের অনেকেই। আর আমি জানি আমার রবের কাছে দোয়া করার জন্যে রয়েছেন আপনারা।
আপনাদের সকলের ভালবাসার স্টাটাস গুলো পড়ে আবেগ আপ্লুত হয়েছি। এত ভালবাসা পাওয়ার স্বপ্ন কখনো দেখিনি। আপনাদের ভালবাসা গুলো আমার রবের পুরষ্কার মনে করেছি। আপনাদের এই ভালবাসার প্রতিদান দিতে অক্ষম আমি। হৃদয়ের গভীর থেকে সবার জন্য রইলো দোয়া।
সবশেষে এতটুকু বলতে চাই -
মা কে রেখে এসেছিলাম যশোর সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল মা রিলিজ নিয়ে বাড়ি ফিরেছেন রেস্টে থাকতে হবে মা কে। আর বাবা তো সেই ২০০২ সালেই দায়িত্ব অব্যাহতি নিয়ে চলে গেছেন রবের ডাকে।
এই অপারেশন বড় কোনো অপারেশন না হলেও আমার ভয় করছে কম না। আপনারা জানেন দেশের অবস্থাও ভাল না। যদি কারো কোনো কষ্ট দিয়ে থাকি জেনে বা না জেনে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন।
আপনাদের দোয়া ও আল্লাহর রহমতের প্রত্যাশায় সুস্থ হয়ে আবারো কর্মচঞ্চল দিনে ফিরবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সহায় হোন #আমীন।
আপনাদেরই ভাই
কবির বিন সামাদ।
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.