আমার ছবি কম প্রচার করুন, পালিয়ে বেড়াচ্ছি: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের নাহিদ ইসলাম বলেছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে কোন স্পেসিফিক কারণ ছাড়া আমার ছবি যত কম প্রচার করা যায় সে বিষয়ে খেয়াল রাখবেন। কয়েকদিন থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি। খুব স্পেসিফিক কারণ ছাড়া কিংবা প্রয়োজন হলে সেটার জন্য আমিই আহ্বান করবো আপনাদের। এ বিষয়ে আমাকে আপনারা সহযোগিতা করবেন।

রবিবার (১৮ আগস্ট’) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পূর্বের রীতি অনুযায়ী তথ্যমন্ত্রীর ছবি গণমাধ্যমে প্রচারের বাধ্যবাধকতার বিষয়ে প্রশ্ন করা হলে এসব কথা বলেন তিনি। এসময় গণমাধ্যম এবং অন্যান্য প্রসঙ্গ নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ জানান, নিরপেক্ষ সংবাদ এবং স্বাধীন গণমাধ্যম নিয়ে আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কারণ গণমাধ্যমের স্বাধীনতাকে গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। কাজেই আমরা যদি গণতন্ত্র চাই আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে।

‌‌‌আমি আরেকটি বিষয় নিয়ে বিষয়ে উল্লেখ করে শেষ করব, আমরা সাগর রুনি হত্যাকাণ্ডের কথা জানি। এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদন গুলা বা পিছানো হয়েছে, সাংবাদিকদের প্রতি নিপীড়ন হয়েছে, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ভূমিকা রাখার কথা আমরা সেটি অবশ্যই পালন করব। আমরা আর কোন প্রহসন কিংবা টালবাহানা চাই না। আমরা এর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিতে কাজ করছি।’

স্বাধীন গণমাধ্যমের উদ্যোগের বিষয়ে উল্লেখ করে নাহিদ জানান, গণমাধ্যমে কি ধরনের বাধা রয়েছে কিংবা এর সমাধান নিয়ে গণমাধ্যমের মানুষদের সাথে কথা বলেই মূলত আমরা কার্যক্রম বাস্তবায়ন করব। যে-সকল অভিযোগ রয়েছে সেগুলোকে বিবেচনায় নিয়ে প্রয়োজনে আমরা সেন্সর বোর্ডকে পুনর্গঠন করার উদ্যোগ গ্রহণ করব।

পাশাপাশি সেন্সর বোর্ড না থাকার বিষয়ে যে পরামর্শ রয়েছে সেটিও আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সাইবার সিকিউরিটি আইন নিয়ে তিনি বলেন, ‌‌‌‌‌এটিও আমরা পুনর্বিবেচনা করবো। এখানে স্পেসিফিক কিছু বিধিমালা নিয়ে অভিযোগ আছে আমরা সেই বিধিমালা গুলো নিয়ে কথা বলবো, আশা করি এই বিষয়ে সমাধানে আসবে।

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গণমাধ্যমের যে-সকল ফুটেজ অপ্রকাশিত রয়েছে সেদিকে ইঙ্গিত করে নাহিদ জানান, আন্দোলন চলাকালে অনেক ফুটেজ আপনারাও প্রচার করতে পারেন নি। তবে এই মুহূর্তে অপ্রকাশিত সে ফুটেজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ইতোমধ্যে এ বিষয়ে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে তদন্ত চলছে। আরেকটি দিক হলো এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয়।’

সেই তথ্য-উপাত্তগুলা আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সেটি আমাদের জন্য ভালো হবে। আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে যে, আমরা এই মুহূর্তে যে ক্রাইসিসটা ফিল করতেছি তা হলো, আহত যারা রয়েছে অনেক সময় তাদের সঠিক তথ্য আমাদের কাছে আছে না বা আসতে দেরি হচ্ছে, এই জায়গায়ও আপনারা আমাদের সাহায্য করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের মধ্যে তিনজনের

আলোচিত জল্লাদ শাহজাহান আর নেই

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ ৬০ জনের ফাঁসির দড়ি টানা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার (২৪ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী

চৌহালী বিএনপির সভাপতি পেল নেলসন ম্যান্ডেলা পিস ত্র্যাওয়ার্ড 

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা পাড়ের কৃতি সন্তান। দক্ষ সংগঠন ও বার বার কারা নির্যাতিত পরিচ্ছন্ন রাজনীতির ধারক বাহক।সজ্জন সফল রাজনৈতিক

আতঙ্কের নাম “আব্বা বাহিনী” প্রাণে বাঁচতে বন্ধুকে বাবা ডেকেও রক্ষা হয়নি!

ঠিকানা টিভি ডট প্রেস: রাব্বীর চাঁদাবাজির টাকায় ভাগ বসাতে চেয়েছিলেন রাসেল। বিষয়টি নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। পরিকল্পনা করা হয় রাব্বীকে হত্যার। কেরানীগঞ্জের চাঞ্চল্যকর রাসেল হত্যাকাণ্ডে জড়িত

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা

খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো ‘পেসমেকার’

ঠিকানা টিভি ডট প্রেস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোববার