আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: পাক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ‘ঐক্যবদ্ধ জাতি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, আমরা সাহসী জাতি, গত রাতে ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোটা রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। এ হামলার জন্য দেশটি পাকিস্তানকে দায়ী করে এবং সেই থেকে বদলা নেওয়ার জন্য প্রতিবেশী দেশটিতে হামলা চালানোর জন্য নানা হুমকি-ধামকি দিয়ে আসছিল। একপর্যায়ে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে কমপক্ষে ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হন। এর দাঁতভাঙা জবাব দেয় পাকিস্তান। পাল্টা হামলায় সেনা সদস্যসহ ১৫ ভারতীয় নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া ফ্রান্সের তৈরি রাফায়েলসহ পাঁচটি যুদ্ধবিমান এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। পাল্টাপাল্টি আক্রমণে দুই দেশের উত্তেজনা আরো তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘ভারত কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গত রাতে প্রমাণ করেছি, পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে ও কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।’

তিনি বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না।’

শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায়, আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল, এমন পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

‘ভারতের কাপুরুষোচিত আক্রমণে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। আমরা মাত্র সাত বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি।’

ভারতকে তাদের বিমান হামলার ‘পরিণাম ভোগ করতে হবে’ হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘হয়ত তারা ভেবেছিল যে আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি, যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে জাতীয় ফল রমরমা ব্যবসা, সপ্তায় বিক্রি অর্ধ কোটি টাকা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন হাটে জাতীয় ফল কাঁঠালের বাজার এখন রমরমা। প্রতি সপ্তায়ে প্রায় অর্ধকোটি টাকার কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। স্বাদে

যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে। যারা মব

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বেরিল’

আন্তর্জাতিক ডেস্ক: ৪২ ঘণ্টায় প্রবল আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘বেরিল’। ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের কাছে পৌঁছে গেছে এবং স্থানীয়দের নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানানো

শেরপুরে আকস্মিক বন্যায় প্লাবিত শতাধিক গ্রাম

নিজস্ব প্রতিবেদক: ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২জন

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ১৫ অক্টোবর ২০২৪ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর

মডেল মসজিদের মালামাল চুরির সময় গাড়িসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: মেরামতের কথা বলে মডেল মসজিদের সীমানার ফেরোসিমেন্ট খুলে নিয়ে পালানোর সময় মালবাহী গাড়িসহ চারজনকে আটক করেছে মুসল্লি ও এলাকাবাসী। আটককৃতরা জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান