
অনলাইন ডেস্ক: জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছাড় দিবো না। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না।
শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, পেশি শক্তিমুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের সংস্কার প্রয়োজন, সে জন্য সংস্কারের গতি বাড়াতে হবে। অতি দ্রুত যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। এসময় তিনি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাদের হত্যার কোন বিচার হয়নি, পিলখানার হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানান তিনি ।
তিনি বলেন, আমরা কাউকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না। সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি। কুমিল্লা নামে বিভাগ না দেওয়ায় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, নামের কারণে বিভাগ না দিয়ে একটি জেলার মানুষের প্রতি জুলুম করা হয়েছে।’