অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট সিরিজ ২৭৬-এ লটারি জিতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন বাংলাদেশি ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল। গালফ নিউজ জানায়, ৪৩ বছর বয়সী বেলাল দীর্ঘ ১৪ বছর ধরে আবুধাবিতে কাজ করছেন এবং টানা ১২ বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনে আসছিলেন।
বেলাল জানান, ২৪ জুন টিকিট নম্বর ০৬১০৮০ কেনেন তিনি ও তার পাঁচ বন্ধু মিলে। অবশেষে সেটিই বদলে দেয় তার ভাগ্য। বেলালের ভাষায়, “আমি এখনো কাঁপছি। বিশ্বাসই হচ্ছে না যে এটা আমার সঙ্গে সত্যি ঘটছে।”
বেলাল বলেন, তিনি তার এই পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন এবং নিজের ভাগের অর্থ দিয়ে সবার আগে বাংলাদেশে পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করবেন। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, “এখনই কিছু ভাবিনি, সময় নিয়ে সিদ্ধান্ত নেব।”
এই বিজয়ের পরও বেলাল বিগ টিকিট কেনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, “আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে। ধন্যবাদ বিগ টিকিট টিমকে—আমার স্বপ্ন পূরণ করার জন্য।”
ড্রয়ের দিন উপস্থাপক রিচার্ড ও বুশরা একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে নানা প্রচেষ্টায় অবশেষে বেলালের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.