‘আবার বেগম জিয়ার বিদেশে যাওয়ার গুঞ্জন’

নিজস্ব প্রতিবেদক: গতকাল বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে সিসিইউতে রাখা হয়েছিল। আজ সন্ধ্যায় বেগম খালেদা জিয়াকে আবার ফিরোজার বাসভবনে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত তিনি কোনো জটিলতায় আক্রান্ত নন। তার ব্যক্তিগত চিকিৎসকরা স্বীকার করেছেন যে, বেগম খালেদা জিয়াকে স্বাভাবিক পরীক্ষার অংশ হিসেবেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তারপরও আবার নতুন করে বেগম জিয়াকে বিদেশ পাঠানোর জন্য চেষ্টা তদবির শুরু হয়েছে।’

বেগম খালেদা জিয়া দুটি মামলায় দণ্ডিত। এই দুই মামলায় দণ্ডিত হয়ে তিনি২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারিতে কারান্তরীণ হয়ে যান। প্রায় দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর ২০২০ সালের মার্চে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে বিশেষ বিবেচনায় দুই শর্তে জামিন দেওয়া হয়। এই শর্তগুলোর মধ্যে ছিল তিনি বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং চিকিৎসা ছাড়া অন্য কোনো কর্মকাণ্ড করবে না। এই শর্তের জন্যই বেগম খালেদা জিয়া নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে রেখেছেন। কোন রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করছেন না। আর এর আগে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তার ভাই শামীম ইস্কান্দার এবং বোন সেলিমা ইসলাম গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছে অনুনয় বিনয় করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা প্রয়োগ করে তাকে বিশেষ বিবেচনায় জামিন দেওয়ার জন্য নির্দেশ দেন। সেখান থেকে প্রতি ছয় মাস অন্তর অন্তর জামিন বৃদ্ধি করে বেগম জিয়া এখন পর্যন্ত ফিরোজা আছেন।’

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মাঝখানে অবনতি হয়েছিল। এসময় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু যেহেতু তিনি ফৌজদারি কার্যবিধির ৪০১ অনুযায়ী ইতোমধ্যে জামিন পেয়েছেন, কাজেই তার বিদেশে যাওয়ার আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে আইন মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়। এ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের ক্ষোভ লক্ষ করা গিয়েছিল। বিএনপি নেতারা বলেছিল, বেগম খালেদা জিয়া মরণাপন্ন, তিনি যে কোন সময় মারা যেতে পারেন। তার প্রতি অবিচার করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বেগম খালেদা জিয়া মোটামুটি সুস্থই আছেন। তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরে গিয়ে একটু জটিলতা মুক্ত জীবন যাপন করছেন।

তবে নির্বাচন হয়ে যাওয়ার পর কোন কোন মহল আবার নতুন করে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য দেন দরবার করছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার আবার নতুন করে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই মার্চে বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদের ছয় মাস শেষ হবে। এই সময়ে নতুন করে বেগম খালেদা জিয়ার আবেদনে তার বিদেশ যাওয়ার বিষয়টি উল্লেখ করা হচ্ছে।

তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অবস্থানের কোন পরিবর্তন হয়নি। সরকার মনে করছে যে, বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে তার এখন বিদেশ যাওয়ার কোন দরকার নেই। তাছাড়া বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইনের আশ্রয় গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে, আদালতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি প্রার্থনা করতে পারেন। তবে বেগম জিয়ার আইনজীবীরা আদালতে বিষয়টি তুলতে চাচ্ছেন না। কারণ আদালত যদি একবার না বলেন তাহলে তাদের সকল দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এ কারণেই আপীল বিভাগে বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার শুনানিও বিএনপির আইনজীবীরা এগোতে দিচ্ছেন না। আরেকটি মামলা হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। বেগম খালেদা জিয়ার এখন যে অবস্থা সরকারের করুণা এবং সরকারের ছাড় দেওয়া ছাড়া তার আর কোন আশ্রয়স্থল বলে কিছু নেই। এখন দেখার বিষয় সরকার আবার বেগম খালেদা জিয়াকে নতুন করে জামিন দেয় কিনা এবং বিদেশ যাওয়ার অনুমতি দেয় কিনা।’

সরকারের সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়ার আরও ছয় মাস জামিনের মেয়াদ বাড়ানো হবে। কিন্তু তার বিদেশ যাওয়ার ব্যাপারে সরকার আগের অবস্থান থেকে সরে আসেনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে আর্মির অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান, মাদক সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের মাধ্যমে মাদক সহ ৩ কারবারিকে আটক করেছে নিমগাছী আর্মি ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের

গরমে জেনে নিন সুস্থ থাকার ‍উপায়

তীব্র গরমের প্রভাব পড়ে আমাদের শরীরেও। এসময় খাবার ঠিকভাবে হজম করা কঠিন হয়ে পড়তে পারে। কারণ গরম বেশি পড়লে হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করতে পারে

আনন্দ-আয়োজনে তাড়া‌শে পালিত হচ্ছে শুভ বড়দিন

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডি‌সেস্বর) সন্ধ্যা থেকে শুরু হয়েছে বড়দিন উপলক্ষে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বক্তব্য দেবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: ৫ আগস্টের পরিবর্তিত অবস্থার পর প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেমিনারে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএনপি ঘোষিত

এনায়েতপুরে জামায়াত নেতা ওয়ারেছ হ’ত্যা’য় জড়িতদের বিচার দাবিতে সমাবেশ

মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভয়াল ২৮ অক্টোবরে আওয়ামীলীগের লগি-বৈঠার বর্বোরচিত হামলায় জড়িতদের বিচার ও শহীদদের স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এনায়েতপুর

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

ঠিকানা টিভি ডট প্রেস: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মানভিত্তিক ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। এই তালিকায় শীর্ষ ৫০