আবার ফখরুল-রিজভীর বিরোধ প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তিনটি সংবাদ সম্মেলন করতে বাধা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলন করার জন্য সাংবাদিকদের টেলিফোন করা হয়েছিল। তাদের কেউ কেউ এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন করতে পারেননি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলন না করে বরং বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগদান এবং সেখানে বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিবকে। আর এ নিয়ে দুই নেতার মধ্যে এখন প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্টাইলে প্রতিদিন সাংবাদিকদেরকে বিএনপি কার্যালয়ে ডাকতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতেন এবং সরকারের সমালোচনা করতেন। কিন্তু গত তিনটি বিষয় তিনি সংবাদ সম্মেলন করতে চাইলেও শেষ পর্যন্ত করতে পারেননি।

গত মঙ্গলবার (২৮ মে’) রুহুল কবির রিজভী তারেক জিয়ার ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন যে, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাই তার একমাত্র কাজ। এর প্রতিবাদ এবং সমালোচনা করে তিনি একটি সংবাদ সম্মেলন করার উদ্যোগ নিয়েছিলেন। এসময় তাকে ফোন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বিষয়বস্তুটি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলা ছাড়া সংবাদ সম্মেলন করা উচিত হবে না। এটি হিতে বিপরীত হবে। এখন এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য তিনি অনুরোধ করেন। কিন্তু রুহুল কবির রিজভী এতে ক্ষুব্ধ হন। তিনি বলেন, আমি কী করব না করব সেটা কী আপনাকে বলতে হবে? রুহুল কবির এই ঔদ্ধত্যের জবাব শান্ত ভাবে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার অনুমতি ছাড়া এই বিষয় নিয়ে কোন কিছু বলা সমীচিন হবে না।

এরপর গত বুধবার (২৯ মে’) বিএনপির কর্মসূচি নিয়ে অর্থাৎ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরণের সংবাদ সম্মেলন আমি করবো এবং শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়ে বিএনপির অবস্থান এবং সামনের দিনগুলোতে তাদের বড় কর্মসূচি, তাদের ভাবনা গুলো তুলে ধরেন। এই সময়ে রুহুল কবির রিজভী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি।

আর তৃতীয়বার বাধাপ্রাপ্ত হয়েছেন রুহুল কবির রিজভী গতকাল। গতকাল তিনি উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। উপজেলা নির্বাচনে যে ভোট কারচুপি এবং ভোটার উপস্থিতি না থাকা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অনুরোধ করেন। তিনি বলেন যে, উপজেলা নির্বাচন নিয়ে মানুষের এমনিতেই কোন আগ্রহ নেই। কাজেই এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কোন মানে হয় না। বরং অর্থপাচার বা অন্যান্য ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন তিনি করতে পারেন। তাছাড়া এই ধরনের সংবাদ সম্মেলনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রুহুল কবির রিজভীকে বলেন বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন ইত্যাদি কর্মসূচিতে গিয়ে বক্তব্য রাখা অনেক ভালো। ঘরে বসে সংবাদ সম্মেলন করে কোন লাভ নেই। কিন্তু রুহুল কবির রিজভী এই বক্তব্যে খুশি হননি তিনি তার কর্মীদেরকে বলেছেন যে, প্রতিবাদের ভাষা দলের ভেতরে বন্ধ হয়ে যাচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধরা পরার পর যা বললেন সাবেক বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে

জোরালো সম্পর্কের পথে ঢাকা-ইসলামাবাদ

ঠিকানা টিভি ডট প্রেস: ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আর এগোয়নি। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে

স্ত্রীর ওষুধ কিনতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান তিনি

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত বৃদ্ধ মোহাম্মদ আলী (৭০) স্ত্রীর জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন। সোমবার (২৯

১৫দিনের মধ্যে প্রশিক্ষিত ডুবুরি ইউনিট চালুর আলটিমেটাম- বিএনপি নেতা বাচ্চু

নজরুল ইসলাম: উত্তর বঙ্গের প্রবেশদার যমুনা বিধৌত সিরাজগঞ্জ জেলা। এখানকার অধিকাংশ মানুষের নদী পাড়ের বসবাস। নদী পানিই এখানকার মানুষের যেমন কল্যাণের তেমনি কখনো কখনো অকল্যাণকর।

সি ইউ, নট ফর মাইন্ড’ খ্যাত সেই শ্যামল গ্রেপ্তার গ্রেপ্তার শ্যামল চন্দ্র

ঠিকানা টিভি ডট প্রেস: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে হত্যা মামলার আসামি শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বামনডাঙ্গা স্টেশন বাজার

টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল, লালমাটি যাচ্ছে ইটভাটায়

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল, মির্জাপুর ও সখীপুর উপজেলার পাহাড়ি এলাকায় ছোট-বড় অর্ধশতাধিক লালমাটির টিলা রয়েছে। ওইসব টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করা