নিজস্ব প্রতিবেদক: আবারও অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এসব রোহিঙ্গা নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ছে। এভাবে শনিবার এক দিনেই অনুপ্রবেশ করেছে অন্তত ৫০০ রোহিঙ্গা।
এর আগে শুক্রবার কক্সবাজার সীমান্ত দিয়ে আরও দুই শতাধিক রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ে। এ নিয়ে গত দুই সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে কমপক্ষে আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
এছাড়া মিয়ানমারের মংডুর মনিপাড়া, সিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.