আবারও মার্কিন নিষেধাজ্ঞার খড়গ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আবারও মিয়ানমারের সামরিক জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটিতে সেনা অভ্যুত্থানের তিন বছর পূর্তি উপলক্ষে জান্তা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের তৃতীয় বার্ষিকীর প্রাক্কালে মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর পরই নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান ও চার ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

বিবৃতি অনুযায়ী, শোয়ে বাইন ফিউ গ্রুপ অব কোম্পানিজ ও পণ্য পরিবহন প্রতিষ্ঠান মিয়ানমা ফাইভ স্টার লাইন কোম্পানি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

শোয়ে বাইন ফিউ গ্রুপ অব কোম্পানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য জ্বালানি আমদানি ও বিতরণ করে কোম্পানিটি। তাছাড়া মিলিটারি গ্রুপ মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের সঙ্গে লভ্যাংশ ভাগাভাগি করে।’

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে সেনাবাহিনী। এর মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পথ বন্ধ হয় যায়। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশটির জনগণ সেনাশাসন মেনে নেয়নি। তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন গড়ে তোলে। কিন্তু জান্তা বাহিনী সেই আন্দোলনে নজিরবিহীন দমনপীড়ন শুরু করে। হাতে অস্ত্র তুলে নেয় জনতা। এরপর যতই সময় গড়িয়েছে, ততই বেড়েছে সশস্ত্র বিদ্রোহ।’

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, গত তিন বছর ধরে সেনাবাহিনী ক্রমাগত সহিংসতা ও সন্ত্রাস ব্যবহার করে মিয়ানমারের জনগণকে নিপীড়ন করেছে এবং স্বাধীনভাবে তাদের নিজস্ব নেতা বেছে নেওয়ার ক্ষমতা অস্বীকার করেছে।

এছাড়া স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে, সামারিক বাহিনীর হাতে চার হাজার ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। বুধবার এক ঘোষণায় দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে এই জান্তা সরকার। এরপরই এ নিষেধাজ্ঞার ঘোষণা এল।

উল্লেখ্য, গত তিন বছরে মিয়ানমারের ওপর কয়েক দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে সবশেষ গত বছরের আগস্টে দেশটির সামরিক জান্তার ওপর বিধিনিষেধ আরোপ করে ওয়াশিংটন।’

সূত্র: রয়টার্স

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, আসতে শুরু করেছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৯ অক্টোবর (মঙ্গলবার)। ২০২৪ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া যোগদান করেছেন। অদ্য মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে প্রফেসর ড.

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির

বেনজীরের বিজনেস পার্টনারদের সম্পদ খুঁজছে দুদক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম আজ বলেছেন যে, সাবেক পুলিশপ্রধান বেনজীরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো দাখিল করা হয়েছিল সেই অভিযোগগুলোর সত্যতা মিলেছে,

চাটমোহরে প্রথম নারী সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার

পাবনা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের প্রথম নারী সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে আরজুমা আক্তার চাটমোহর সার্কেলে যোগদান করেছেন। পাবনার (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এই তিন উপজেলা

ঘন কুয়াশায় বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশা ও দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল