অনলাইন ডেস্ক: আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ১৮ মিনিট পর মুম্বইগামী উড়োজাহাজটি ফিরিয়ে আনা হয়েছে জয়পুরেই। তবে উড়ান স্থগিত করে ফিরে আসার নির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি সংস্থাটি।
উড়োজাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইটরাডার’-এর তথ্যমতে, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়াল দেয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি আবার জয়পুর বিমানবন্দরে ফিরে আসে। প্ল্যাটফর্মে বিমানের পাশে “জয়পুরে ডাইভার্টেড” ট্যাগ দেখা যায়।
ফেরার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও বিমানবন্দর সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় পাইলট নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় উড়ান বাতিল করে জয়পুরে ফিরে আসেন।
এর আগেও সাম্প্রতিক সময়ে একাধিকবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি ঘটেছে। গত ১২ জুন আহমদাবাদে একটি বিমান দুর্ঘটনার পর গত দেড় মাসে বেশ কয়েকটি যান্ত্রিক সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনার মুখে পড়েছে সংস্থাটি।
গত সোমবার দিল্লি থেকে কলকাতাগামী এআই ২৪০৩ নম্বর বিমানের উড়ান বাতিল হয় শেষ মুহূর্তে। রানওয়েতে ১৫৫ কিলোমিটার গতিতে ছুটছিল বিমানটি, ঠিক তখনই পাইলট ব্রেক কষে উড়ান বন্ধ করে দেন।
মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে আসা এআই ৩১৫ ফ্লাইটে অবতরণের কিছুক্ষণ পর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। যাত্রী নামার সময় এ ঘটনা ঘটলেও, বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান সবাই।
পর পর এমন ঘটনায় এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যাত্রীদের ভরসা ধরে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিমান সংশ্লিষ্ট মহল।
এসএমডব্লিউ
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.