
ওমর ফারুক খান লালপুর নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মার চরে কুমড়ার জমিতে আবারও ধরা পড়েছে রাসেলস ভাইপার সাপের তিনটি বাচ্চা। এতে করে পুরো জেলাজুড়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২৩ জুন) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসাড়ার চরে কুমড়ার জমিতে এ বিষধর সাপের দেখা মিলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পদ্মার চরে ঘাস কাটতে যান উপজেলার মহড়কয়া কয়লার ডহর গ্রামের বাসিন্দা কাজল (২২)। কুমড়ার জমিতে ঘাস কাটার সময় তিনটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা দেখতে পান তিনি। পরে স্থানীয় কৃষকরা মিলে একটি সাপের বাচ্চাকে কুপিয়ে মেরে ফেলেন। এবং দুইটি জীবিত রাসেল ভাইপার সাপের বাচ্চাকে কৌটাবন্দী করে এলাকাবাসীদের দেখানোর জন্য বাড়িতে নিয়ে আসেন ওই যুবক। এসময় সাপের বাচ্চা দেখতে তার বাড়িতে ভিড় করে স্থানীয়রা।