আবারও কী বন্যার কবলে পরতে যাচ্ছে ফেনী, কুমিল্লা

আগামী তিন দিনে ফেনী ও কুমিল্লাসহ দেশের ৮ জেলায় আবারও বন্যা হতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: আগামী তিন দিনে ফেনী ও কুমিল্লাসহ দেশের ৮ জেলায় আবারও বন্যা হতে পারে। এই সময়ে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হতে পারে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর’) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এমন শঙ্কার কথা জানানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পাচ্ছে। যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলও ধীরগতিতে হ্রাস পাচ্ছে। আগামী তিন দিনও এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।’

অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা,ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পাচ্ছে। আগামী দুই দিন পর্যন্ত এসব নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য প্রধান নদী- মনু, সারিগোয়াইন, ধলাই, খোয়াই ইত্যাদির পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তী দুই দিন সিলেট বিভাগের নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের নদীসমূহের পানি সমতল বর্তমানে স্থিতিশীল আছে। তবে আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী দেশে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে আগামী তিন দিন বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান-শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিকের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকে শুধু অর্থমূল্য দিয়ে বিবেচনা করলে হবে না। বেতন-ভাতায়

রমজানে বিদ্যুতের ঘাটতি নেই: সিরাজগঞ্জে জ্বালানি উপদেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শহর ও গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে

জ্বালানি তেলের দামে বিরাট পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশে জ্বালানি তেলের দামে ‘বড় ধরনের পরিবর্তন আসছে’ বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের

পাপোশ সাংবাদিকতা!

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি এক টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই ‘দারুণ’ কথা বলেছেন। তার ভাষ্য অনেকটা এরকম, ‘গণভবনে প্রশ্ন নয়, প্রশংসা করতে গিয়ে

যশোরে ছুরিকাঘাতে আফিল এগ্রো ফার্মের শ্রমিক খুন

জেমস আব্দুর রহিম রানা: যশোরের ঝিকরগাছায় তৌফিক হোসেন (২৭) নামে এক শ্রমিক খুন হয়েছেন। আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার কাটাখাল নামক স্থানে