জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: বাংলাদেশ-ভারতের মধ্যে অসম চুক্তি ও পানি আগ্রাসনের প্রতিবাদে দেওয়া ফেসবুক স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের হাতে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে আবরারের কবর জিয়ারত করেন তারা। পরে আবরারের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুনের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান নেতারা।
এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের সাথেও মতবিনিময় করেন। বেলা ১টা ২৮ মিনিটে তারা কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন। শহরে পদযাত্রা শেষে তারা মেহেরপুরের উদ্দেশে যাত্রা করবেন।
‘জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও নতুন সংবিধানের’ দাবিতে এনসিপি সারা দেশে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির অংশ হিসেবেই নেতারা কুষ্টিয়ায় অবস্থান করছেন।
এর আগে সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে তারা কুষ্টিয়ায় পৌঁছান এবং স্থানীয় একটি হোটেলে রাত্রিযাপন করেন। পথিমধ্যে পাবনায় পথসভা ও পদযাত্রায় অংশ নেন তারা।
এসময় উপস্থিত ছিলেন—এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, ডা. মাহমুদা আলম মিতু, আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়াও যুব শক্তি ও শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কুষ্টিয়ার স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনিতে নিহত হন আবরার ফাহাদ। দেশজুড়ে প্রতিবাদের মুখে দায়ের হওয়া মামলায় আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আবরার ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া জিলা স্কুল ও নটরডেম কলেজে শিক্ষাজীবন শেষে ২০১৮ সালে বুয়েটে তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশলে ভর্তি হন। বর্তমানে তার ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.