আন্তর্জাতিক ডেস্ক: ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া রাশিয়ার যাত্রীবাহী বিমান থেকে। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে বিমানটিতে থাকা বাকী দুজন যাত্রীর কী অবস্থা সে সম্পর্কে কিছু বলা হয়নি।
তালেবানের প্রাদেশিক সরকারের দুজন কর্মকর্তা বলেছেন, উদ্ধার করা চারজন বর্তমানে তালেবান প্রশাসনের কর্মকর্তাদের হেফাজতে রয়েছেন। ওই কর্মকর্তারা দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করেছেন।
তবে কর্মকর্তারা দাবি করেন, বিমানটিতে থাকা অপর দুজন যাত্রী নিহত হয়েছেন। এদিকে তালেবান সরকারের শীর্ষ মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, জীবিত ব্যক্তিদের মধ্যে বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট রয়েছেন।
শনিবার রাতে রাশিয়ার চার্টার্ড বিমানটি আফগানিস্তানে নিখোঁজ হয় বলে জানিয়েছিল রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন। এদিকে আফগানিস্তানের স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে।
এদিকে এক বিবৃতিতে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বিমানটি চার্টার্ড অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি থাইল্যান্ডের পাতায়া থেকে ভারত ও উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। বিমানটি ১৯৭৮ সাল তৈরি করা হয়েছিল।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয় এই রুশ বিমানটি। সেখানে হিন্দুকুশ পর্বতমালার অবস্থান। আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত মাউন্ট নোশাকের অবস্থানও সেখানে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.