‘আপা আপা’ বলে ভাইরাল তানভীর নিজেই আ’লীগের হাতে নির্যাতিত

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা যায়।

সম্প্রতি এমনই একটি কথপোকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়েছে।

জানা গেছে, ২০১৯ সালের ৪ জুন লস আঞ্জেলস দিয়ে আমেরিকায় ঢুকেন তানভীর কায়সার। ওই সময় তিনি ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তারপর তিনি দাবি করেন যে, বাংলাদেশে আওয়ামী সরকার তাকে নির্যাতন করেছে। এ জন্য ২০২০ সালের ৭ মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে ২০২১ সালের ২৪ জানুয়ারিতেই তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে।

ছড়িয়ে পড়া অডিওতে তানভীর নামের ওই নেতাকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশ থেকে একটা ভিডিও নিউজ আসছে আপা, সেখানে বলা হয়েছে আপনাকে নাকি হেলিকপ্টার দিয়ে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে। খুব কষ্ট হয় আপা। আপনি বললে আমি এই মুহূর্তেই দেশে চলে আসব।’

তানভীরের কথা শুনে শেখ হাসিনা জানতে চান, ‘কোথায় নিয়ে গেছ? হেলিকপ্টারের ছবি দিয়েছে? আজগুবি কথা বলে এরা। আমি কিন্তু দেশের খুব কাছেই আছি। যেকোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কিন্তু এখন তুমি দেশে গেলে মামলা খাবে। আমার বিরুদ্ধে ১১৩টি মামলা হয়েছে। এটা কোন ধরনের কথা? আমার মনে হয় সবার কাছে এটা বলার দরকার। আমার পরিবারের কেউ বাকি নাই। সবার নামে মামলা দেয়া হয়েছে।’

ওই নেতা আরও বলেন, ‘আপা আপনার কাছে কল দিয়েছি, এমদাদ ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে (বিদেশে’) মিটিং মিছিল করতেছি কিন্তু কেরানীগঞ্জের অবস্থা খুব খারাপ আপা। সব নেতাকর্মী এলাকার বাইরে। যতটুকু পারছি, যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করতেছি। এখন আপনি যদি বলেন এখান থেকেই তাদের সাহায্য করতে তাহলে সেটা করব। আর যদি বলেন যে না দেশে গিয়ে একটু গোছানোর চেষ্টা করতে সেটা করব।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘সব মাডার কেস, আর কিছু না। এখন এখানে বসে তুমি সাহায্য কর সেটা সব থেকে বেশি কাজে লাগবে। আরেকটু পরে গেলেই হবে।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, আইনজীবীরা দাঁড়াতে পারতেছে না, এ বিষয়ে আপনি কিছু পরামর্শ দেন আপা।’ শেখ হাসিনা বলেন, ‘আইনজীবীদের বলো কোর্টে যাওয়ার আগে যেন আমাদের লোকজন জড়ো করে সেখানে যায়। এ ছাড়া আর কোন পথ নেই।’

অডিও ক্লিপটিতে শেখ হাসিনার সাথে তানভীর নামে ওই আওয়ামী লীগ নেতাকে দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি, ড. ইউনুস ও সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলতে শোনা যায়। এসব বিষয় নিয়ে হাসিনা ওই নেতাকে বিভিন্ন পরামর্শ দেন। তবে তানভীর নামের ওই নেতার পরিচয় এবং অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ১৪৫ নাগরিকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: ভারতের অপপ্রাচারের বিরুদ্ধে দেশটির জনগণের উদ্দেশ্যে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে গণমাধ্যমে এই বিবৃতি

তীব্র শীত উপেক্ষা করে জমে উঠেছে যশোরের ঐতিহ্যবাহী মধুমেলা

জেমস আব্দুর রহিম রানা: তীব্র শীত উপেক্ষা করে জমে উঠেছে যশোরের ঐতিহ্যবাহী মধুমেলা। কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর মধুমেলা। মহাকবি

কেঁপে উঠল বহুতল ভবন, ছাদের সুইমিং পুলের পানি ছিটকে পড়ল নিচে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তাতে কেঁপে উঠেছে থাইল্যান্ডও। কম্পনের ধাক্কায় থাইল্যান্ডের একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ভবনের

বাইডেনের ভুল থেকে ট্রাম্পকে শিক্ষা নিতে বলল হামাস

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গভীর রাতে দেয়া ভাষণে ট্রাম্প নিজেও বিজয় ঘোষণা করেছেন। এমন অবস্থায়

ভারতে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা,নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন। এখন থেকে এখানেই তিনি থাকবেন। বৃহস্পতিবার (৮